shono
Advertisement

Breaking News

হাসপাতালে তরুণীর চুমুতে মূর্ছা গেলেন প্রৌঢ় স্বাস্থ্যকর্মী!

কী বলা যায় একে? ‘পুরস্কার’ না ‘শাস্তি’? The post হাসপাতালে তরুণীর চুমুতে মূর্ছা গেলেন প্রৌঢ় স্বাস্থ্যকর্মী! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:46 PM Nov 11, 2016Updated: 10:16 AM Nov 11, 2016

গৌতম ব্রহ্ম: এমার্জেন্সিতে ঢোকার মুখেই ঘটল কাণ্ডটা৷
এক প্রৌঢ় স্বাস্থ্যকর্মীকে সপাটে জড়িয়ে ধরলেন এক তরুণী৷ ভরিয়ে দিলেন চুম্বনে৷ তরুণীর পরণে হট প্যান্ট ও স্লিভলেস টপ৷ বয়স কুড়ির কাছাকাছি৷ পুলিশ-নিরাপত্তারক্ষী আপ্রাণ চেষ্টা করছেন ওই তরুণীকে ছাড়ানোর৷ কিন্তু, ওই সুন্দরী চুমু খেয়েই চলেছে প্রৌঢ়কে৷ আদর সহ্য হয়নি ষাট ছুঁইছুঁই স্বাস্থ্যকর্মীর৷ মূর্ছা গেলেন চুমুর ঘায়ে৷ ঘটনাস্থল পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ রাত পৌনে তিনটে৷
এমার্জেন্সির বাইরে প্রবল চিল-চিৎকার৷ শোরগোল শুনে বাইরে বেরিয়ে আসেন ‘এমার্জেন্সি  মেডিক্যাল অফিসার’ ডা. শুদ্ধসত্ত্ব ঘোষ৷ ডাক্তারকে দেখে ছুটে আসেন পুলিশের একজন সাব-ইন্সপেক্টর৷ জানান, “স্যার একটি মেয়ে মাতলামি করছে৷ মেডিক্যাল টেস্ট করে একটা রিপোর্ট করে দিন প্লিজ৷”
রাত-বিরেতে এমন ‘কেস’ আসেই ডাক্তারদের কাছে৷ বিশেষ করে জেলে আসামিকে ঢোকানোর আগে বা কাউকে গ্রেফতার করা আগে ‘ফিটনেস টেস্ট’ করানোটা নিয়ম৷ এক্ষেত্রেও ডাক্তারবাবু রোগীকে এমার্জেন্সিতে আনতে বলেন৷ এসআই তখন জোড়হাত করে বললেন, “এমার্জেন্সিতে আসার পথে ওই তরুণী এমন একটা কাণ্ড করল যে আর ওকে পুলিশ ভ্যানের বাইরে বের করার সাহস পাচ্ছি না৷”
গত শুক্রবার ঘটনাটি ঘটে৷ স্বল্পবসনা ওই তরুণীকে অপ্রকৃতিস্থ অবস্থায় পার্ক স্ট্রিট থেকে উদ্ধার করে পুলিশ৷ ফিটনেস টেস্টের জন্যই তাকে ন্যাশনালে আনা হয়েছিল৷ এক লেডি কনস্টেবল ওই তরুণীকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছিলেন৷ তরুণী চিৎকার করছিলেন৷ এমার্জেন্সির ঠিক বাইরেই একটি বেঞ্চ পেতে বসেছিলেন গ্রুপ ডি কর্মী নারায়ণ অধিকারী৷ এমার্জেন্সিতে অপারেশন থিয়েটারে ডাক্তারদের সহায়তা করেন নারায়ণবাবু৷ ‘স্টিচ’ করার হাতও খুব ভাল৷ নারায়ণবাবু মেয়েটিকে দেখে এগিয়ে আসেন৷ প্রশ্ন করেন, “তুমি তো ভদ্র বাড়ির মেয়ে৷ কেন এমন করছ?”  প্রশ্ন শুনেই ওই তরুণী জড়িয়ে ধরে চুমু খান প্রশ্নকর্তাকে৷
কী বলা যায় একে? ‘পুরস্কার’ না ‘শাস্তি’?
যাই হোক, আদর সহ্য হয়নি ষাট ছুঁইছুঁই প্রশ্নকর্তার৷ শান্তনুবাবু জানালেন, ওই স্বাস্থ্যকর্মীকে আত্মরক্ষার কোনও সময় দেয়নি তরুণী৷ লেডি পুলিশ কনস্টেবল যখন মেয়েটিকে সরিয়ে নিলেন তখন কোনও হুঁশ নেই নারায়ণবাবুর৷ এই ঘটনা নিয়ে এখনও রসিকতা চলছে ন্যাশনালে৷ রাতারাতি টিআরপি বেড়ে গিয়েছে নারায়ণবাবুর৷ সবার এক প্রশ্ন, ‘কেমন লেগেছিল নারায়ণদা?’
কেউ আবার হন্যে হয়ে সেই রাতের সিসিটিভি ফুটেজ খুঁজছেন৷ ন্যাশনালের এমএসভিপি ডা. পীতবরণ চক্রবর্তী জানালেন, “এমন ঘটনা যে একেবারে হয় না তা নয়৷ ব্যথা সহ্য করতে না পেরে রোগিনী ডাক্তারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছেন৷ কিন্তু রোগিণীর চুম্বনে স্বাস্থ্যকর্মীর মূর্ছা যাওয়ার ঘটনা সরকারি হাসপাতালের ইতিহাসে সম্ভবত প্রথম!”

Advertisement

The post হাসপাতালে তরুণীর চুমুতে মূর্ছা গেলেন প্রৌঢ় স্বাস্থ্যকর্মী! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement