নন্দিতা রায়, নয়াদিল্লি: অবশেষে মুক্তি। এক বছরের বেশি সময়ের পর মঙ্গলবার বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। এদিন রাতে মেহবুবার টুইটার থেকেই টুইট করে এই খবর জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা মুফতি। উল্লেখ্য, ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের আগে থেকে মেহবুবাকে বন্দী করেছিল কাশ্মীর প্রশাসন।
গত বছর আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলোপ করে কেন্দ্র সরকার। সেই সময় থেকে অশান্তি পাকাতে পারে এই অজুহাতে জন নিরাপত্তা আইনে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করা হয়। পরে তাঁদের গৃহবন্দী করে রাথা হয়। বাকিরা মুক্তি পেলেও এক বছরের বেশি সময় ধরে বন্দি মেহবুবা মুফতি। তাঁর মুক্তি চেয়ে শীর্ষ আদালতে গিয়েছেন মেয়ে ইলতিজা।