shono
Advertisement
Birbhum

'অনুব্রত অভিভাবক', কোর কমিটিতে কেষ্টর অন্তর্ভুক্তির পর জোরাল ঐক্যের বার্তা কাজলের

মমতার নির্দেশ মেনে ছাব্বিশের ভোটে একসঙ্গে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ কোর কমিটির সদস্যরা, জানালেন আহ্বায়ক।
Published By: Sucheta SenguptaPosted: 06:09 PM Nov 16, 2024Updated: 06:48 PM Nov 16, 2024

দেব গোস্বামী, বোলপুর: যাকে বলে একেবারে হাইভোল্টেজ বৈঠক। খোদ দলনেত্রীর নির্দেশ বলে কথা! সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে শনিবার বোলপুরের দলীয় কার্যালয়ে বৈঠকে বসে তাঁরই তৈরি করে দেওয়া তৃণমূলের কোর কমিটি। আর ঘণ্টা দেড়েকের বৈঠকের পর সকলেই একবাক্যে জানালেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন কমিটির সাত সদস্য। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি ছিল ৬ সদস্যের। শনিবার তাতে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও অন্তর্ভুক্ত করে নেওয়ায়  সদস্য সংখ্যা দাঁড়াল সাতে। তাঁকে 'অভিভাবক' বলে উল্লেখ করে দ্বন্দ্বের গুঞ্জন ওড়ালেন কাজল শেখ। আর কোর কমিটির আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানালেন, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এতদিন পর তিনি জেলায় ফিরেছেন। তাঁকে সঙ্গে নিয়ে কাজে এগোবে কোর কমিটি।

Advertisement

যাঁর সঙ্গে অনুব্রতর দীর্ঘকালীন দ্বন্দ্ব নিয়ে জেলার অন্দরে এত জল্পনা, জেলা পরিষদের সভাতিপতি সেই কাজল শেখ হাসিমুখে জানালেন, উনি অভিভাবক। তাঁকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবেন সকলে। বৈঠক শেষে কোর কমিটির অন্যান্য সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেও অনুব্রত মণ্ডল এনিয়ে কোনও মন্তব্য করেননি। কোর কমিটির পরবর্তী বৈঠক হবে ১৫ ডিসেম্বর। প্রতি মাসেই একবার করে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বীরভূমের তৃণমূল নেতৃত্ব। সমস্ত বৈঠকে হাজির থাকার কথা অনুব্রত মণ্ডলের। 

এদিন বৈঠকের পর কাজল শেখকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল। জেলার পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ''উৎসবের মরশুম শেষে আমরা বৈঠকে বসলাম। খুব ভালোভাবে আলোচনা হয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জেলা সংগঠনের কাজ করব। ছাব্বিশে বিধানসভা নির্বাচন। জেলায় ভালো ফলাফলের জন্য সকলে একসঙ্গে ঝাঁপাব। কীভাবে কাজ হবে, তা আলোচনা হয়েছে বৈঠকে।'' এর পর অনুব্রত প্রসঙ্গ উঠতেই কাজল শেখ জানান, ''উনি আমাদের অভিভাবক। আমার রাজনৈতিক গুরু। উনি যেভাবে বলবেন, আমরা সবাই চলব।'' পরে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর বক্তব্যেও একই সুর। তিনি আবার কটাক্ষের সুরে বললেন, ''অনুব্রত-কাজল নিয়ে অনেক গান হচ্ছিল। আজ স্পষ্ট হয়ে গেল, তাঁদের মধ্যে কখনও কোনও দ্বন্দ্ব ছিল না, নেইও। আমরা সবাই একসঙ্গে ছিলাম, আছি, থাকব।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে এলেন অনুব্রত মণ্ডল,সদস্য সংখ্যা দাঁড়াল সাতে।
  • তাঁকে 'অভিভাবক' বলে ছাব্বিশের ভোটে একসঙ্গে লড়াইয়ের বার্তা কাজল শেখের।
  • শনিবার কোর কমিটির বৈঠক থেকে মিলল জোরাল ঐক্যের বার্তা।
Advertisement