shono
Advertisement

১২ কোটি নয়, প্রধানমন্ত্রীর নয়া গাড়ির দাম ৪ কোটি! দাবি সরকারি সূত্রের

মোদির বাহন পরিবর্তন নেহাতই রুটিন পরিবর্তন বলেও দাবি ওই সূত্রের।
Posted: 04:02 PM Dec 29, 2021Updated: 04:17 PM Dec 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্সিডিজ (Mercedes) মেবেক এস ৬৫০ গার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) এই নতুন বাহন নিয়ে আগ্রহের শেষ নেই দেশজুড়ে। অত্যাধুনিক প্রযুক্তি ও নির্মাণ কৌশলে একে-৪৭ থেকে ভয়াবহ বিস্ফোরক যে কোনও হামলায় অনমনীয় এই গাড়িটি। এর মূল্য ১২ কোটি টাকা বলে শোনা গিয়েছিল। কিন্তু বুধবার সরকারি সূত্র এই দাবিকে নস্যাৎ করে জানিয়েছে, ওই গাড়ি মোটেই অত দামি নয়। সেই সঙ্গে এও দাবি করা হয়েছে, কোনও আপগ্রেড হিসেবে ওই গাড়ি প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ করা হয়নি। এই পরিবর্তন একেবারেই রুটিন পরিবর্তন।

Advertisement

ঠিক কী জানিয়েছে সরকারি সূত্র? সংবাদমাধ্যমের দাবিকে উড়িয়ে নামপ্রকাশে অনিচ্ছুক ওই সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, ওই এস ৬৫০ গার্ডের মূল্য যা বলা হচ্ছে, তার এক তৃতীয়াংশ মাত্র। সেই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই ধরনের গাড়ির নিরাপত্তা কাঠামো সম্পর্কে কিছু বলাও বিপজ্জনক হতে পারে, কেননা তা দেশের ভিভিআইপি ব্যক্তিদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত।

[আরও পড়ুন: রিলায়েন্সের দায়িত্ব ছাড়বেন মুকেশ আম্বানি! ইঙ্গিত খোদ সংস্থার কর্তার]

সেই সঙ্গে সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি ৬ বছর অন্তর গাড়ি বদলে দেয়। কিন্তু মোদি এর আগে যে গাড়িটি ব্যবহার করতেন, সেটির ৮ বছর হয়ে গিয়েছে। তাই তা বদলে দেওয়া হয়েছে। বিএমডবলিউ যেহেতু এই মডেলটি এখন আর বানায় না, তাই মার্সিডিজ মেবেক এস ৬৫০ গার্ডকেই বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নতুন বাহন হিসেবে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ২ দিনের সফরে ভারতে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সময়ই প্রথমবার দিল্লির হায়দরাবাদ হাউসে মোদিকে এস ৬৫০ গাড়িতে চড়তে দেখা গিয়েছিল। তারপর থেকেই চর্চা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর নয়া বাহনকে ঘিরে। উল্লেখ্য, মার্সিডিজের এই ‘এস’ সিরিজ সারা পৃথিবীতেই রাষ্ট্রপ্রধানদের খুব প্রিয় বাহন।

[আরও পড়ুন: নাগাল্যান্ড গুলিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদ করবে রাজ্যের SIT, অনুমতি দিল সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement