shono
Advertisement

Breaking News

মেসি নাকি রোনাল্ডো? আন্তর্জাতিক টুর্নামেন্টে কে বেশি ভাল খেলেন?

কী বলছে পরিসংখ্যান?
Posted: 02:08 PM Jul 11, 2021Updated: 03:45 PM Jul 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Leo Messi) নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? ফুটবলবিশ্বকে দেড় দশক শাসন করা এই দুই তারকার মধ্যে সেরা কে? দুই তারকার সমর্থকদের মধ্যে এই নিয়ে তর্ক -বিতর্কের শেষ নেই। দুই তারকার ফ্যানেরাই দাবি করেন তাঁদের প্রিয় ফুটবলারই সর্বকালের সেরা। সবসময় চলে পরিসংখ্যান নিয়ে কপচা-কপচি। সার্বিকভাবে দুই তারকার ক্লাব পরিসংখ্যানই বলে তাঁরা দু’জনেই বিশ্বের সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে? দেশের জার্সিতে কতটা সফল মেসি, রোনাল্ডো? সাফল্য কার বেশি? কী বলছে পরিসংখ্যান?

Advertisement

আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসির গোল:
বিশ্বকাপ ২০০৬: ১ গোল
কোপা আমেরিকা ২০০৭: ২ গোল
বিশ্বকাপ ২০১০: ০ গোল
কোপা আমেরিকা ২০১১: ০ গোল
বিশ্বকাপ ২০১৪: ৪ গোল
কোপা আমেরিকা ২০১৫: ১ গোল
কোপা আমেরিকা ২০১৬: ৫ গোল
বিশ্বকাপ ২০১৮: ১ গোল
কোপা আমেরিকা ২০১৯: ১ গোল
কোপা আমেরিকা ২০২১: ৪ গোল
মোট ম্যাচ: ৫৩
মোট গোল: ১৯
আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসির মোট অ্যাসিস্ট: ২২
পেনাল্টি থেকে গোল:
ফ্রি-কিক থেকে গোল:
কোপাতে একটি গোল করতে সময় নেন: ২২৪ মিনিট
বিশ্বকাপে একটি গোল করতে সময় নেন: ২৭১ মিনিট

[আরও পড়ুন: Copa America 2021: সোনার বল ও বুট পেলেন মেসি, কোন দল কত পুরস্কার অর্থ পেল?]

আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনাল্ডোর গোল:
ইউরো কাপ ২০০৪: ২ গোল
বিশ্বকাপ ২০০৬: ১ গোল
ইউরো কাপ ২০০৮: ১ গোল
বিশ্বকাপ ২০১০: ১ গোল
ইউরো কাপ ২০১২: ৩ গোল
বিশ্বকাপ ২০১৪: ১ গোল
ইউরো কাপ ২০১৬: ৩ গোল
বিশ্বকাপ ২০১৮: ৪ গোল
ইউরো কাপ ২০২০: ৫ গোল
মোট ম্যাচ: ৪২
মোট গোল: ২১
পেনাল্টি থেকে গোল:
ফ্রি-কিক থেকে গোল:
আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনাল্ডোর মোট অ্যাসিস্ট:
ইউরোতে একটি গোল করতে সময় নেন: ১৫৪ মিনিট
বিশ্বকাপে একটি গোল করতে সময় নেন: ২১১ মিনিট

দুই তারকার পরিসংখ্যানই বলছে তাঁরা দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বকে শাসন করছেন। তবে, পরিসংখ্যান দেখে ম্যাচের উপর তাঁদের প্রভাব কতটা বা কী পরিস্থিতিতে কাদের বিরুদ্ধে তাঁরা খেলেছেন, সেটা বলা অসম্ভব। তাই এই পরিসংখ্যানকে দুই মহাতারকার পারফরম্যান্সের মাপকাঠি হিসেবে ধরে নেওয়া যুক্তিহীন এবং কাম্য নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement