shono
Advertisement

একুশে জুলাই বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ গোটা বাংলা! জানাল হাওয়া অফিস

কী জানাল হাওয়া অফিস?
Posted: 10:22 AM Jul 18, 2023Updated: 01:36 PM Jul 18, 2023

নিরুফা খাতুন: সামনেই একুশে জুলাই। জেলায় জেলায় চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে দুঃসংবাদ শোনালো হাওয়া অফিস। চলতি সপ্তাহে মেঘলা থাকবে আকাশ। একুশে জুলাই বাড়বে বৃষ্টি। যদিও ভারীবৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে নেই বলেই খবর।

Advertisement

বেশ কিছুদিন ধরেই আকাশের মুখভার। মাঝমধ্যেই দু-এক পশলা বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে দিনভর মেঘলাই থাকবে আকাশ। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে। আপাতত তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: ক্যানিংয়ে বধূর রহস্যমৃত্যু, সাতসকালে ঘর থেকে উদ্ধার গলাকাটা দেহ, খুন নাকি আত্মহত্যা?]

জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপর দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই খবর। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়তে পারে শুক্রবার অর্থাৎ একুশে জুলাই থেকে। আপাতত তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই খবর।

প্রসঙ্গত, ভারীবৃষ্টির পূর্বাভাস হয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণের কেরালা ও মাহেতে। আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কঙ্কন ও গোয়া, উত্তরাখন্ড, রাজস্থান, ছত্রিশগড়, সৌরাষ্ট্র, কচ্ছ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা ও গুজরাট রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব, চণ্ডিগড়, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড এবং দক্ষিণের অন্ধপ্রদেশের ইয়ানামে।

[আরও পড়ুন: ভোট গণনার দিন থেকে নিখোঁজ, ৭ দিন পর বুদবুদের জঙ্গল থেকে উদ্ধার ‘তৃণমূল’ কর্মীর দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement