নিরুফা খাতুন: এপ্রিলের শুরু থেকেই গরমে নাজেহাল আমজনতা। এরই মাঝে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। চৈত্র সংক্রান্তি এবং ও পয়লা বৈশাখ অর্থাৎ মধ্যে এপ্রিলে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলেই জানালেন আবহাওয়াবিদ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেই খবর।
ঠিক কী জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে? আবহাওয়া দপ্তরের পূর্বঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী রবিবার পর্যন্ত ধীরে ধীরে বাড়বে বাংলার তাপমাত্রা। সোমবার থেকে শনিবার পর্যন্ত হু হু করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। ৬ থেকে ৭ টি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি বাড়তে পারে। জানা গিয়েছে, ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে দক্ষিণবঙ্গের দু-এক জেলায় খুব সামান্য ছিঠেফোঁটা বৃষ্টি হতেও পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে।
[আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসে বিজেপির কার্যালয়ে তালা, আদি-নব্যর গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত বর্ধমান]
বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আলিপুরে ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক বা বিধাননগরে ছিল ৩৭.৬ ডিগ্রি, বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়েছে। আসানসোলের তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি বিচার করে ১০ থেকে ১৫ এপ্রিল মধ্যে আমজনতাকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবল এই গরমে ত্বকে জ্বলুনী ভাব আসতে পারে। তাই সুতির জামা পরার পাশাপাশি বেশি জল খাওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে যতটা কম সম্ভব বেরোনোর পরামর্শ।