shono
Advertisement

Breaking News

Weather Update: চলতি সপ্তাহেই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য, কী বলছে হাওয়া অফিস?

মিলতে পারে তীব্র গরম থেকে স্বস্তি।
Posted: 02:33 PM Apr 11, 2022Updated: 03:28 PM Apr 11, 2022

নব্যেন্দু হাজরা: চৈত্র সংক্রান্তির দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও (Kolkata)। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টি চলবে। পশ্চিমের জেলায় দাবদাহ অব্যাহত। তাপমাত্রা চল্লিশের কাছাকাছি।

Advertisement

সোমবার কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেলের দিকে দখিনা বাতাস বইবে। তবে বৃহস্পতিবার হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ।

এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চৈত্র সংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। বুধবারেও বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা একইরকম থাকতে পারে। পশ্চিমের তিন-চারটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

[আরও পড়ুন: ঝালদার পুরনো থানায় আগুন, তপন কান্দু হত্যা মামলার নথি নষ্টের আশঙ্কা]

শক্তিশালী দখিনা বাতাস বইবে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। তার ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা। প্রবল বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে। ভারী বৃষ্টির সর্তকতা অসম ও মেঘালয়ে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা-সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ ও সিকিমে। বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কর্ণাটক-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্য ছাড়া দেশের বাকি বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থানের পশ্চিমে তাপপ্রবাহের সর্তকতা। তাপপ্রবাহ চলবে রাজস্থান, পাঞ্জাব হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশে। আগামী ৪-৫দিন তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গুজরাটেও। 

[আরও পড়ুন: SSC নিয়োগ দুর্নীতি মামলা: কলকাতা হাই কোর্টে বিস্ফোরক রিপোর্ট তদন্তকারী কমিটির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার