নিরুফা খাতুন: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। সরাসরি বাংলায় তার প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় বাংলার উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে হালকা হাওয়া। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমবে। সোমবার থেকে ফের তাপপ্রবাহের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শক্তি বাড়িয়ে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। উত্তর ও উত্তর-পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে (sittwe) বন্দরের কাছাকাছি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়ে। বাংলাদেশের কক্সবাজার মহেশখালি টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।
[আরও পড়ুন: ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব খতিয়ে দেখতে কমিটি গঠন, একমাসে রিপোর্ট জমার নির্দেশ]
সরাসরি প্রভাব না পড়লেও বাংলায় ‘মোকা’ সতর্কতা জারি হয়েছে। শনিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ওইদিন পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা। তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ। ওইদিনও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা।