স্টাফ রিপোর্টার: বছরের শুরুতেই চালিয়ে ব্যাটিং শুরু করল শীত। তৃতীয়াতেই মরশুমের শীতলতম দিন উপহার দিল খামখেয়ালি শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে বৃহস্পতিবার থেকে শনিবার ধুন্ধুমার ব্যাটিংয়ের সম্ভাবনা। এমনকী রবিবার থেকে আগামী সপ্তাহের প্রথমভাগ পর্যন্ত শীতের এই মারকাটারি ব্যাটিং অনুভব করতে পারবেন রাজ্যবাসী। কলকাতার পাশাপাশি জেলাতেও পাল্লা দিয়ে পারদ নামবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্র ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
[২৫ ঘন্টা দেরিতে পৌঁছল রাজধানী এক্সপ্রেস, খাবারের অভাবে যাত্রী বিক্ষোভ চরমে]
শীতের এই নয়া ইনিংসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নেমে যাবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১০-এর নিচে। “পরিস্থিতি যা তাতে চলতি সপ্তাহেই মরশুমের শীতলতম দিন পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।” মন্তব্য হাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাসের। বৃহস্পতি থেকে শুক্রবার মহানগরের তাপমাত্রা ১২-র ঘরে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা। যদিও শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন গণেশবাবু। বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি সরে গেলেও বাতাসে প্রভূত পরিমাণ জলীয় বাষ্প রেখে গিয়েছে। দক্ষিণবঙ্গে শীত ফেরার পাশাপাশি ঘন কুয়াশাচ্ছন্ন উত্তরের আলিপুরদুয়ার, ডুয়ার্স অঞ্চল।
[অধ্যাপকদের হেনস্তা পড়ুয়াদের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ চারুচন্দ্র কলেজ]
দৃশ্যমানতা কম থাকায় দেরিতে চলছে কামরূপ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আপ দার্জিলিং মেল, আপ পদাতিক এক্সপ্রেস, আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া এবং শিয়ালদহগামী ট্রেন পরিষেবা ব্যাহত। হাওড়াগামী অমৃতসর মেল এবং যোধপুর এক্সপ্রেস ১৮ ঘণ্টা দেরিতে চলছে। ১৪ ঘণ্টা দেরিতে চলছে কালকা মেল। বুধবারের আপ কালকা মেল বাতিল। ১১ ঘণ্টা দেরিতে হরিদ্বার এক্সপ্রেস। শিয়ালদাগামী ট্রেনের মধ্যে রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা, জম্মু-তাওয়াই এক্সপ্রেস ৯ ঘণ্টা, আজমেঢ় এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে। কুয়াশার কারণে দিল্লি—সহ উত্তরভারতের বেশ কিছু বিমানবন্দরে ব্যাহত পরিষেবাও। দুর্ভোগে যাত্রীরা।