সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিইও রাহুল জোহরি নিয়ে বিতর্কে আদালত নিযুক্ত বিসিসিআইয়ের প্রশাসক কমিটির ভূমিকায় খুশি নন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডকে লেখা চিঠিতে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, বোর্ডের ভাবমূর্তির ক্ষুন্ন হয়েছে। অনুরাগীদের মনে ক্রিকেটারদের সম্মান ধাক্কা খেয়েছে। শুধু তাই নয়, বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরির অপসারণ দাবি করেছেন সৌরভ।
[২০১৯ বিশ্বকাপে ধোনিকে দরকার হবে কোহলির: গাভাসকর]
যৌন হেনস্তার অভিযোগে মিট টু আন্দোলনে তোলপাড় দেশ। সেই আন্দোলনের আঁচ পৌঁছেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিসিসিআইয়ের অন্দরে। যৌন হেনস্তায় অভিযুক্ত খোদ বোর্ড সিইও রাহুল জোহরি। নিগৃহীতার বক্তব্য নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন লেখিকা হরনীধ কৌর। যদিও সেই মহিলার নাম প্রকাশ করেননি তিনি। লেখিকা টুইটার হ্যান্ডলে অভিযোগকারিনী লিখেছেন, ডিসকভারি চ্যানেলে কাজ করার সময়ে তাঁর সঙ্গে জঘন্য আচরণ করেছেন বোর্ডের সিইও রাহুল জোহরি। তাঁর দাবি, নানা অছিলায় তাঁকে কফি খেতে ডাকতেন জোহরি। রাজি না হলে রীতিমতো জোরাজুরি করতেন। একদিন নিজের বাড়িতেই নিগৃহীতাকে কফি খেতে ডাকেন বোর্ডের সিইও রাহুল জোহরি। তখন তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ করে নাকি ওই মহিলাকে যৌন নিগ্রহ করেন জোহরি!
অভিযোগ মারাত্বক। কিন্তু, ব্যবস্থা নেওয়া দূর, উলটে বোর্ডের সিইও-র বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগের প্রেক্ষিতে ড্যামেজ কন্ট্রোলে নামে আদালত নিযুক্ত প্রশাসক কমিটি। কমিটির প্রধান বিনোদ রাই জানিয়ে দেন, বিসিসিআইকে পুরো বিয়য়টি জানাতে হবে অভিযুক্ত সিইও রাহুল জোহরিকেই। বিষয়টি খতিয়ে দেখবে বোর্ডে লিগ্যাল টিম। ততদিন পর্যন্ত নিজের পদে আসীন থাকবেন রাহুল জোহরি। এদিকে বোর্ডের সিইও পদ থেকে রাহুল জোহরির অপসারণের দাবি তুলেছে ৬০টি রাজ্য ক্রিকেট সংস্থা। আর এবার জোহরি বিতর্কে বিসিসিআইয়ে চিঠি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
চিঠিতে কি লিখেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক? সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, কয়েক বছরের ঘটনাপ্রবাহে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি প্রশ্ন ওঠেছে। কোটি কোটি ক্রিকেট অনুরাগীর মনে ক্রিকেটারদের প্রতি যে সম্মান ও ভালবাসা আছে, তা ধাক্কা খেয়েছে। শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে বোর্ডে প্রশাসক কমিটি ভূমিকায় সন্তুষ্ট নন সৌরভ গঙ্গোপাধ্যায়।
[ ধাওয়ানের উইকেট নিয়ে ‘বাবাজি কা ঠুল্লু’! ভাইরাল নার্সের সেলিব্রেশন]
The post জোহরি বিতর্কে বিসিসিআইকে চিঠি সৌরভের appeared first on Sangbad Pratidin.