shono
Advertisement

নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি, ফের ব্যাহত মেট্রো পরিষেবা

ব্যস্ত সময়ে গন্তব্যে পৌঁছতে নাভিশ্বাস আমজনতার৷ The post নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি, ফের ব্যাহত মেট্রো পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:33 PM Feb 07, 2019Updated: 12:33 PM Feb 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেট্রো বিভ্রাট৷ নিউ গড়িয়া স্টেশনে মেট্রোর নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে৷ আপ লাইনে পুরোপুরি বন্ধ মেট্রো চলাচল৷ একটি মাত্র লাইন দিয়ে চলছে মেট্রো৷ তার ফলে ব্যস্ত সময়ে গন্তব্যে পৌঁছতে নাভিশ্বাস আমজনতা৷

Advertisement

সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অন্তত ৫০টি দোকান

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নিউ গড়িয়ার দিকে একটি মেট্রো যাচ্ছিল৷ সেই সময় আচমকাই একটি নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়৷ তার ফলে আপ লাইনে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল৷ ডাউন লাইন দিয়েই মেট্রো চলছে৷ ব্যস্ত সময়ে মেট্রো পেতে বেশ খানিকটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়াররা৷ শুরু হয়েছে মেট্রোর বিকল রেক সারানোর কাজ৷ খুব তাড়াতাড়ি রেকের যান্ত্রিক ত্রুটি দূর করে আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ৷

ছাত্রদের চুলের ছাঁট ঠিক করতে সেলুনে নোটিস পাঠাল স্কুল কর্তৃপক্ষ

শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে কম সময়ে কম খরচে যাতায়াতের লাইফলাইন মেট্রো৷ দিনকয়েক ধরেই মেট্রোর বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল৷ যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়মতো মেট্রো স্টেশনে পৌঁছয় না৷ আবার তার উপর বারবার বিভ্রাটের জেরে পরিষেবা পেতে জেরবার যাত্রীরা৷ ময়দান, টালিগঞ্জ, দমদমের পর নিউ গড়িয়ায় আবারও মেট্রো বিভ্রাটের জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ৷ ব্যস্ত সময়ে সঠিক পরিষেবা না পেয়ে রীতিমতো বিরক্ত তাঁরা৷

The post নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি, ফের ব্যাহত মেট্রো পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement