সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার এক আদালতে জ্ঞান হারান প্রাক্তন অজি ক্রিকেটার মাইকেল স্ল্যাটার। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেওয়ায় জ্ঞান হারান তিনি।
মাইকেল স্ল্যাটারের (Michael Slater) বিরুদ্ধে ১৯টি অভিযোগ আনা হয়েছে। গার্হস্থ্য হিংসা, অনৈতিক ভাবে নজরদারি ও হয়রানি করা, শারীরিক নিগ্রহ করা, বেআইনিভাবে অন্যের ঘরে প্রবেশ, শ্বাসরোধ করার চেষ্টার মারাত্মক অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই সমস্ত কারণের জন্যই প্রাক্তন অজি ক্রিকেটারকে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল।
[আরও পড়ুন: ‘ইসকা নাম হ্যায় মোহনবাগান’, লিগ শিল্ড জয়ে উচ্ছ্বসিত রাজঋষি, স্পেশাল মেনু দিয়ে সেলিব্রেশন]
মঙ্গলবার জামিনের আবেদন করেন স্ল্যাটার। কিন্তু তাঁর আবেদন নাকচ করে দেওয়া হয়। হতাশ স্ল্যাটারকে যখন বন্দিদের সেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সজ্ঞা হারান তিনি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ৭৪টি টেস্টে ৫,৩১২ রানের মালিক স্ল্যাটার। ১৪টি টেস্ট সেঞ্চুরি করেন তিনি। ৪২টি ওয়ানডে ম্যাচ খেলেন স্ল্যাটার। একদিনের ম্যাচে তাঁর ঝুলিতে ৯৮৭ রান। ২০০৩ সালে শেষ বার ঘরোয়া ম্যাচ খেলেন স্ল্যাটার। অবসরের পরে ২০০৩ সালে ধারাভাষ্যকার হয়ে যান স্ল্যাটার।
এহেন স্ল্যাটার তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। প্রাক্তন অজি তারকার আইনজীবী মাইকেল রবিনসন জানান, স্ল্যাটার ছাড়া পেলে সিডনির মানসিক পুনর্বাসন কেন্দ্রে তাঁকে রাখার পরিকল্পনা করা হয়েছে। আগামী মাসে স্ল্যাটারকে ফের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।