সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন দেড় কোটি টাকা৷ তবে মাসে নয়, বছরে৷ সে যাই হোক, বছরে দেড় কোটি টাকা বেতনের কথা ভাবতে পারছেন কি ? না আপনার আমার মতো সাধারণ মানুষ না পারলেও আইআইটি কানপুরে এক পড়ুয়া পারছেন৷ কানপুর আইআইটির এক ছাত্রকে মাইক্রোসফট-এর চাকরি জন্য এমনই আকর্ষণীয় বেতনের ওফার দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত এটাই মাইক্রোসফটের তরফে দেওয়া সব থেকে বেশি বেতনের ওফার বলে জানা গিয়েছে৷
আইআইটি কানপুরের ওই ছাত্রকে মাইক্রোসফটে প্রধান কার্যালয় ওয়াশিংটনের রেডমন্ডে কাজের সুযোগ দিয়ে এই বেতন অফার করা হয়েছে৷ সফটওয়্যার ডিজাইন করাই হবে তাঁর প্রধান কাজ৷ গত বছর মাইক্রোসফটের তরফে আইটি কানপুরেরই এক ছাত্রকে ৯৩ লক্ষ টাকা বেতনের বিনিময়ে কাজের অফার দেওয়া হয়েছিল৷ জানা গিয়েছে, এবছর আইআইটি কানপুরে প্লেসমেন্টের জন্য ২০০টি সংস্থা আগ্রহী৷
The post আইআইটির পড়ুয়াকে ১.৫ কোটি টাকা বেতন! appeared first on Sangbad Pratidin.