shono
Advertisement

Breaking News

এই জিনিসটি বানাতে না পেরেই বিশ্বে পিছিয়ে চিন!

সূক্ষ্ম প্রযুক্তিতে চিনের আকাশছোঁয়া অগ্রগতির সমস্তটাই নাকি মহাকাশ বিজ্ঞান ও সামরিক ক্ষত্রে নিয়োজিত৷ The post এই জিনিসটি বানাতে না পেরেই বিশ্বে পিছিয়ে চিন! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:17 PM Jan 11, 2017Updated: 01:19 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলম তরাবরীর থেকেও শক্তিশালী৷ আমেরিকা, রাশিয়ার মত মহাশক্তিধর দেশগুলোকে আজ চোখ রাঙিয়ে কথা বলে যে চিন, তাকেও শেষমেশ নতিস্বীকার করতে হল সামান্য কলমের কাছে৷ সাবমেরিন থেকে স্যাটেলাইট, পরমাণু বোমা থেকে কাপড় সেলাইয়ের সুূচ- সর্বত্রই বিশ্ববাজার দাপিয়ে বেড়াচ্ছে যে চিন, সে বল পয়েন্ট পেন বা ডট পেন বানাতে পারে না৷

Advertisement

চিনকে ‘শিক্ষা’ দিতে ভিয়েতনামকে ‘আকাশ’ মিসাইল দিচ্ছেন মোদি

হাই-স্পিড বুলেট ট্রেন থেকে শুরু করে স্মার্ট ফোনের মত উন্নত প্রযুক্তির সামগ্রী বানাতে পারদর্শী চিনের কাছে নাকি নেই ডট পেন বানানোর দক্ষতা৷ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ডট পেনের রিফিলের মাথায় থাকা ক্ষুদ্র বল, যেখান থেকে লেখার কালি বের হয়, তা নাকি চিন বনাতে পারে না৷ যার ফলে চিনা নির্মাতাদের ওই বলগুলো জাপান বা তাইওয়ান থেকে কিনতে হয়৷ সূক্ষ্ম প্রযুক্তিতে চিনের আকাশছোঁয়া অগ্রগতির সমস্তটাই নাকি মহাকাশ বিজ্ঞান ও সামরিক ক্ষত্রে নিয়োজিত৷ ফলে ডট পেনের মতো একটি সামান্য বস্তু গুরুত্ব পায়নি৷

ভারতের দোরগোড়ায় দাঁড়িয়ে চিনা পরমাণু সাবমেরিন

হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ হুয়াং বলেন সূক্ষ্ম কারিগরির ক্ষেত্রে চিন এখনও পিছিয়ে৷ ডট পেন, চিনের এই দুর্বলতার একটি উদাহরণ৷ কম্পিউটার ও স্মার্টফোনের ক্ষেত্রেও নাকি চিন তাইওয়ান ও জাপান থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো আমদানি করে৷ তবে বেজিং নাকি এবার ‘মেড ইন চায়না-২০২৫’-এর অন্তর্গত  ঘরোয়া উৎপাদনে আরও বেশি করে জোর দেবে৷ ইতিমধ্যে দেশের একটি ল্যাবরেটরিতে ডট পেনের বল বানানোর কাজ চলছে বলে খবর৷ যদি এই প্রয়োগ সফল হয় তাহলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে চিন জাপান ও তাইওয়ান থেকে বল কেনা বন্ধ করে দেবে৷

The post এই জিনিসটি বানাতে না পেরেই বিশ্বে পিছিয়ে চিন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement