shono
Advertisement

নয়ের দশকের স্মৃতি নিয়ে নতুনভাবে ফিরছে ছোটপর্দার সুপারহিরো ‘ক্যাপ্টেন ব্যোম’

সিনেমা হিসেবে তৈরি হবে না ওয়েব সিরিজ?
Posted: 07:02 PM Jul 08, 2022Updated: 07:04 PM Jul 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ১৯৯৮। বেশিরভাগ বাড়িতে চলত দূরদর্শন। অল্প সময়ের জন্য ছোটদের টেলিভিশন দেখার অনুমতি থাকত। সেটুকুই বা কম কীসে! এমন পরিস্থিতিতেই ছোটপর্দায় শুরু হয়েছিল ‘ক্যাপ্টেন ব্যোম’ (Captain Vyom)। মহাকাশের ভারতীয় সুপারহিরো হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মিলিন্দ সোমন (Milind Soman)। জনপ্রিয় সেই ধারাবাহিক নতুন রূপে ফিরতে চলেছে। 

Advertisement

 ১৯৯৮ সালের ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ‘ক্যাপ্টেম ব্যোম’। ততদিনে ছোটপর্দায় ‘শক্তিমান’ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মুকেশ খান্না। কিন্তু অল্প সময়ের মধ্যেই মহাকাশের সুপারহিরো ব্যোম হিসেবে দর্শকদের নজর কাড়েন মিলিন্দ সোমন। তাঁর পাশাপাশি মায়ার ভূমিকায় অভিনয় করেছিলেন কার্তিকা রাণে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আরভ চৌধুরী, দিব্যা পালত, টম অল্টারের মতো অভিনেতা। 

[আরও পড়ুন: ‘এই সুন্দর দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হব’, লাকি আলির মর্মস্পর্শী পোস্ট ঘিরে চাঞ্চল্য]

নয়ের দশকে যাঁদের ছোটবেলা বা উঠতি বয়স কেটেছে, তাঁদের মনে কেতন মেহতা পরিচালিত ‘ক্যাপ্টেন ব্যোম’-এর আলাদা জায়গা রয়েছে। শোনা গিয়েছে, জনপ্রিয় ধারাবাহিকের স্বত্ব কিনে নিয়েছে ব্রিউইং থটস প্রাইভেট লিমিটেড নামের এক প্রযোজনা সংস্থা। সেই সংস্থাই নতুনভাবে জনপ্রিয় ধারাবাহিককে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই খবরের সত্যতা স্বীকার করেছেন কেতন মেহতা। তাঁর মতে, ‘ক্যাপ্টেন ব্যোম’কে আজকের প্রজন্ম চিনতে নাই পারে, কিন্তু তা নয়ের দশকের টেলিভিশন দর্শকদের কাছে বড় প্রিয় এক স্মৃতি। আধুনিকভাবে সেই চরিত্রদের ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। কীভাবে? তা এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, পাচটি ছবির একটি ফ্র্যাঞ্চাইজি তৈরি করা হতে পারে। আবার ওয়েব সিরিজ তৈরির জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন প্রজন্মের অনেক অভিনেতা-অভিনেত্রীই নাকি ‘ক্যাপ্টেন ব্যোম’-এ অভিনয় করতে আগ্রহী। পুরনোদের কথাও ভাবনা-চিন্তা করা হচ্ছে বলে খবর।  

[আরও পড়ুন: ‘একে থামব না, আরও চাই!’, ক’টি বাচ্চার বাবা হতে চান রণবীর কাপুর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার