shono
Advertisement

দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি ও আমুল, দেখে নিন নয়া মূল্যের তালিকা

আজ থেকেই কার্যকর হচ্ছে নয়া মূল্য। The post দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি ও আমুল, দেখে নিন নয়া মূল্যের তালিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:39 PM Dec 15, 2019Updated: 12:40 PM Dec 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ। শাক-সবজি থেকে শুরু করে একাধিক জিনিস দাম বাড়ায় মধ্যবিত্তের হেঁশেলে আগুন। এবার তাদের চিন্তা বাড়িয়ে দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি ও আমুল। দিল্লি, এনসিআর, গুজরাট, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে হাফ ও এক লিটার দুধের প্যাকেট কিনতে গেলে এবার গুনতে হবে বেশি টাকা। মাদার ডেয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে, বুথ থেকে টোকেন মারফত বা প্যাকেটর টোনড দুধ, সবক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে। আজ, রবিবার থেকে কার্যকর এই নয়া দাম। হাফ লিটারে ১ টাকা এবং এক লিটারে দু’টাকা করে দাম বেড়েছে।

Advertisement

টোনড, ডাবল টোনড ও ফুল ক্রিম দুধের ক্ষেত্রে দাম বাড়ছে। মাদার ডেয়ারির মতো দুধের দাম বাড়িয়েছে আমুল কর্তৃপক্ষও।
দুই সংস্থা দুধের দাম বাড়ানোয় স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। মাদার ডেয়ার ও আমুলের পথে হেঁটে এবার অন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থাগুলিও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি? বাজার বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্র প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল। সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য এই মূল্যবৃদ্ধি হতে পারে।

[আরও পড়ুন: পশুপ্রেমী দম্পতির অভিনব ‘দাওয়াত’, বিবাহবার্ষিকীর ভোজ খেল শুধু সারমেয়রাই]

একনজরে দেখে নিন নয়া মূল্যের তালিকা-

  • মাদার ডেয়ারি টোকেন দুধ আগে ছিল ৪০ টাকা/লিটার। এখন হল ৪২ টাকা/লিটার।
  • টোনড ও ডাবল টোনড দুধের দাম বাড়ছে লিটার প্রতি ৩ টাকা করে। নয়া দাম যথাক্রমে ৪৫ টাকা ও ৩৯ টাকা।
  • প্লাস্টিক প্যাকের ফুল ক্রিম দুধ লিটার প্রতি ২ টাকা বেড়ে হল ৫৫ টাকা/লিটার। হাফ লিটার আগে ছিল ২৭ টাকা, এখন ২৮ টাকা।
  • গরুর দুধ ৩ টাকা বেড়ে হল ৪৭ টাকা/লিটার।
  • আমুল গোল্ড হাফ লিটার এখন ২৮ টাকা এবং আমুল তাজা হাফ লিটার এখন ২২ টাকা।
  • তবে আমুল শক্তি আগের মতোই হাফ লিটার ২৫ টাকায় মিলবে।

The post দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি ও আমুল, দেখে নিন নয়া মূল্যের তালিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement