সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। উকিলের চরিত্রে দেখা যাবে সাংসদ-অভিনেত্রীকে। অরিন্দম শীল পরিচালিত ‘ধনঞ্জয়’ ছবির পর আবারও আইনজীবির ভূমিকায় মিমি। তবে এবার ওয়েব প্ল্যাটফর্মে। সিরিজের নাম ‘যাহা বলিব সত্য বলিব’।
দিন কয়েক আগেই মিমি চক্রবর্তীর ওয়েব ডেবিউয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এবার তাতে সিলমোহর পড়ল। বাংলা ওয়েব সিরিজে পাওয়া যাবে মিমিকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন টোটা রায়চৌধুরির মতো দক্ষ অভিনেতা। যিনি সম্প্রতি বলিউডে ‘রকি রানি’ ছবিতে বাজিমাত করেছেন। উকিলের ভূমিকায় মিমির পাশাপাশি ডিফেন্স লয়ারের চরিত্রে থাকছেন টোটা। সিরিজ পরিচালনায় চন্দ্রাশিস রায়। আসছে ‘হইচই’ প্ল্যাটফর্মে। তবে অভিনেতা বা নির্মাতারা এই কোর্টরুম ড্রামা বিষয়ে কোনও মন্তব্যে নারাজ।
[আরও পড়ুন: ‘জওয়ান’-এ কম গুরুত্ব পাওয়ায় ক্ষুব্ধ নয়নতারা! বিতর্কে ‘মৌনব্রত’ ভাঙলেন খোদ শাহরুখ]
প্রসঙ্গত, যুগের সঙ্গে তাল মেলাতে ওয়েব প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন অনেক তারকাই। সে বলিউড হোক কিংবা টলিউড। বিনোদন-বিশেষজ্ঞদের মতে, ছোটপর্দার বাজার খাচ্ছে ওটিটি। যার ফলে, ইদানীং বাংলা ওয়েব সিরিজে এসে পড়েছেন টলিউডের নামী তারকারাও। শাশ্বত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন অনেকেই ওয়েব সিরিজ করেছেন।
অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, ইশা সাহা, প্রিয়াঙ্কা সরকারের মতো তারকারা অনেক আগেই ওয়েব প্ল্যাটফর্মে চলে এসেছেন। ওদিকে পরমব্রত, পাওলি, স্বস্তিকারা হিন্দি-বাংলা দুই ওয়েব স্পেসেই স্বচ্ছন্দ। এমনকী, সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও সম্প্রতি সাড়া জাগানো হিন্দি সিরিজ ‘স্কুপ’-এ দেখা গিয়েছে।