সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী হামলার সংখ্যা ও মাওবাদী হামলায় হতাহতের সংখ্যা আগের থেকে অনেক কমেছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০০৯ সালে থেকে ২০১৩ সাল, এই চার বছরে মাওবাদী হিংসার পরিমাণ ছিল ৬০.৪ শতাংশ। তা ২০১৪ থেকে ২০১৮ সাল, এই চার বছরে কমে হয়েছে ৪৩.৪ শতাংশ। অর্থাৎ পুলিশ ও গোয়েন্দা এবং সংবাদমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে যে পরিসংখ্যান তৈরি করা হয়েছে তাতে স্পষ্ট দুই দফার সময়সীমার মধ্যে মাওবাদী হামলা ও হিংসার পরিমাণ প্রায় ২০ শতাংশ কমেছে।
[ আরও পড়ুন: স্নাতক স্তরে হিন্দি বাধ্যতামূলক করার ভাবনা, বিতর্কে ইউজিসি]
এদিন লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষণ রেড্ডি এক লিখিত বিবৃতিতে জানান, কেন্দ্রীয় সরকার সুপরিকল্পিতভাবে বহুমুখী ব্যবস্থা নেওয়ার কারণে নকশাল তথা মাওবাদীদের হিংসা আগের চেয়ে অনেক কমেছে। উন্নয়নমূলক, গঠনমূলক ও দমনমূলক সব ধরনের নীতিই একসঙ্গে কার্যকর করেছে সরকার। মাও অধ্যুষিত জেলাগুলিতে স্থানীয় বাসিন্দাদের আস্থা ফিরে পাওয়াটাই সরকারের সবচেয়ে বড় সাফল্য।
[ আরও পড়ুন: মিসাইল কেনা হবেই, বন্ধু রাশিয়ার পাশে দাঁড়িয়ে আমেরিকাকে বার্তা ভারতের]
অন্যদিকে, মন্ত্রী এদিন এক লিখিত জবাবে লোকসভায় জানান আধা সামরিক বাহিনীতে ৮৪ হাজার শূন্যপদ রয়েছে। তা ‘অতি দ্রুত’ পূরণ করার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। এই শূন্যপদগুলি রয়েছে সিআরপিএফ, বিএসএফ, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তাবাহিনী (সিআইএসএফ), এসএসবি, আইটিবিপি, অসম রাইফেলসে। এগুলিতে সর্বমোট ৮৪ হাজার ৩৭টি শূন্যপদ রয়েছে। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্টাফ সিলেকশন কমিশন ও ইউপিএসসি-র মাধ্যমে এই শূন্যপদগুলি পূরণ করা হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টের ৩২৩ শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মন্ত্রী জানান, যোগ্য প্রার্থীদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকার বদ্ধপরিকর এবং একইসঙ্গে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেও সরকার দায়বদ্ধ।
The post ৮৪ হাজার শূন্যপদে আধাসেনায় নিয়োগ, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের appeared first on Sangbad Pratidin.