সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা, অনিল কাপুর ও ববি দেওল অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। হিন্দি ছাড়াও, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। সম্প্রতি ‘অ্যানিম্যাল’-এর প্রচারে হায়দরাবাদে গিয়েছিলেন রণবীর। আর সেখানেই রণবীরকে এবং বলিউড নিয়ে এমন এক মন্তব্য করলেন তেলেঙ্গানার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মল্লা রেড্ডি, যা নিয়ে নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে।
গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, দক্ষিণী সিনেমা গোটা দেশেই দারুণ ব্যবসা করছে। ‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’-এর মতো সিনেমা গোটা দেশের বক্স অফিসেই হইচই ফেলে দিয়েছিল। এমনকী, দক্ষিণ ভারতে নিজেদের জায়গা করে নিতে বলিউড ছবিতেও দেখা যাচ্ছে দক্ষিণী ছবির প্রভাব। এই যেমন, বলিউডের ব্লকবাস্টার ‘জওয়ান’ এর পরিচালক দক্ষিণের অ্যাটলি। ‘জওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি। রণবীরের ‘অ্যানিম্যাল’ ছবিতে রয়েছে রশ্মিকা মান্দানা। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, বলিউডে যে দক্ষিণের আধিপত্য বাড়ছে তা বেশ স্পষ্ট।
[আরও পড়ুন: Filmfare OTT: আলিয়া-মনোজ-সোনাক্ষীদের হাতে ব্ল্যাক লেডি, আর কারা পেলেন পুরস্কার?]
এই আধিপত্য়র কথাই মনে করিয়ে রণবীরকে রীতিমতো খোঁচা দিলেন মন্ত্রী মল্লা রেড্ডি। সাংবাদিক বৈঠকে রণবীরের উদ্দেশে তিনি বলেন, ”রণবীর আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আগামী ৫ বছরে হিন্দুস্থান, বলিউড, টলিউড সব আমাদের তেলুগু ভাষাভাষীর মানুষেরাই শাসন করবে। এরপর আপনাকেও হায়দরাবাদে এসে থাকতে হবে। মুম্বইয়ে আর কিছু নেই। সব পুরনো হয়ে গিয়েছে। ভারতে এখন একটাই শহর, হায়দরাবাদ।”
মন্ত্রীর এই বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই হইচই পড়ে গিয়েছে। তবে মন্ত্রীর এমন কথায়, কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেননি রণবীর।