shono
Advertisement

পড়তে না পেরে অভিভাবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল কিশোরী

পড়াশুনার খরচ চাইলেই তাকে কাজ করে টাকা উপার্জনের কথা বলছেন তিনি৷ The post পড়তে না পেরে অভিভাবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 10:32 PM Oct 02, 2016Updated: 05:02 PM Oct 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার মৃত্যুর পর মায়ের দ্বিতীয় বিয়েতে কোনও আপত্তি করেনি সে৷ শুধু চেয়েছিল নতুন বাবা যেন তাকে ভাল স্কুলে পড়ার সুযোগ দেয়৷ কিন্তু বিয়ের পরই সব পাল্টে যায়৷ স্কুলে পড়াতে পারবে না জানিয়ে দেন বাবা৷ তাই পুলিশের কাছে অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বেঙ্গালুরুর এই নাবালিকা৷

Advertisement

মাত্র দশ বছর বয়সে বাবাকে হারিয়ে ভাল স্কুলে পড়ার স্বপ্ন ভেঙে যায় নন্দিনীর৷ মা দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে কোনও নিষেধ করেনি সে৷ বিয়ের আগে তাকে ভাল স্কুলে পড়ানোর কথাও বলেছিলেন ওই ব্যক্তি৷ কিন্তু নন্দিনীর অভিযোগ ২০১৪ সালে বিয়ের পরই কথা রাখেননি তার সৎ বাবা৷ এমনকি স্কুল ড্রেস বা বই কেনার টাকাও দেননি বাবা৷

সেপ্টেম্বর মাসের শুরুতেই একবার পুলিশের দ্বারস্থ হয় নন্দিনী৷ তার অভিযোগ ছিল পড়াশোনায় পারিবারিক কোনও সাহায্য পাচ্ছে না সে৷ বিশেষ করে, তার লেখাপড়া চালিয়ে যাওয়ার বিরোধিতা করছে তার সৎ বাবা৷ পড়াশোনার খরচ চাইলেই তাকে কাজ করে টাকা উপার্জনের কথা বলছেন তিনি৷

এমন স্পর্শকাতর বিষয়ে পুলিশ আইনি ব্যবস্থা না নিয়ে তার অভিভাবকদের বুঝিয়ে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করে৷ কিন্তু তাতে অবস্থার পরিবর্তন হয়েছে এমনটা নয়৷ ফের পড়াশোনা নিয়ে সৎ বাবার সঙ্গে বচসার জেরে গত সপ্তাহে বাড়ি থেকে পালিয়ে যায় নন্দিনী৷

বেঙ্গালুরুর চিক্কাবল্লপুর স্টেশন থেকে তাকে উদ্ধার করে প্রথমে শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হয়৷ সেখান থেকেই তাকে পরবর্তীকালে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে৷

আইনি পদক্ষেপ না নেওয়া হলেও ওই কমিটির তরফ থেকে জানানো হয়েছে, নন্দিনীর অভিভাবকের সঙ্গে কথা বলে তাকে যেন ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করা হয়েছে৷ এবং নন্দিনীও তার বাবা মায়ের কাছে থাকতে রাজি হয়েছে আপাতত৷

The post পড়তে না পেরে অভিভাবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement