shono
Advertisement

শ্রাদ্ধানুষ্ঠানে মদ্যপ দাদার হাতে খুন ভাই, চাঞ্চল্য ছড়াল মিরিকে

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। The post শ্রাদ্ধানুষ্ঠানে মদ্যপ দাদার হাতে খুন ভাই, চাঞ্চল্য ছড়াল মিরিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:16 AM Apr 20, 2018Updated: 05:33 PM Nov 12, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: বিয়ে বা অন্য কোনও আনন্দ অনুষ্ঠানে তো বটেই, পাহাড়ি এলাকায় মদ্যপানের রেওয়াজ আছে শ্রাদ্ধানুষ্ঠানেও। আর সেই মদের নেশাই কাল হল। মদ্যপ অবস্থায় নিজের তুতো ভাইকেই খুন ফেলল এক যুবক। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে দার্জিলিংয়ের মিরিকে।

Advertisement

[প্রেমিকা ভিন ধর্মের, ‘ভালবাসার’ অত্যাচার সইতে না পেরে আত্মঘাতী প্রেমিক]

মিরিকের থর্বু চা-বাগানের জামনসিং গ্রামে একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিলেন নীতেশ রাই ও করণ রাই। সম্পর্কে তাঁরা তুতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রাদ্ধবাড়িতে মদ্যপান করেছিল করণ। কোনও কারণে সেখানে নীতীশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর। ক্রমে তা বচসার আকার নেয়। অভিযোগ, মদ্যপ অবস্থায় মদের বোতল ভেঙে নীতীশের পেটে ঢুকিয়ে দেয় করণ। লুটিয়ে পড়েন বছর কুড়ির ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন নীতীশ। অভিযুক্ত করণ রাইকে গ্রেপ্তার করেছে মিরিক থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। মিরিক থানার ওসি সুজিত লামা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় বচসার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জেরায় করণ রাই জানিয়েছে, নীতীশকে খুন করতে চায়নি সে। ভাঙা মদের বোতল দিয়ে ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু, অসাবধানতাবশত মদের বোতলটি পেটে ঢুকে যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

[হালিশহরে বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, সিআইডির জালে ৩]

The post শ্রাদ্ধানুষ্ঠানে মদ্যপ দাদার হাতে খুন ভাই, চাঞ্চল্য ছড়াল মিরিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement