shono
Advertisement

মিষ্টি খেতে ভালবাসেন? তবে একবার ঢুঁ মারতেই হবে ইকো পার্কে

ব্যাপারটা কী? The post মিষ্টি খেতে ভালবাসেন? তবে একবার ঢুঁ মারতেই হবে ইকো পার্কে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Jul 01, 2018Updated: 04:26 PM Jul 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিষ্টি প্রেম বাঙালির বরাবরের৷ মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে৷ মিষ্টিপ্রেমীদের জন্য এবার সুখবর! শহরেও হতে চলেছে মিষ্টি হাব৷ ঠিকানা ইকো পার্কের তিন নম্বর গেট৷ আগামী ৫ জুলাই থেকে মিষ্টির সন্ধানে ইকো পার্কে ঢুঁ মারতে পারবেন আমজনতা৷

Advertisement

রাজারহাটের বিশালাকার ইকো পার্ককে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার৷ ইকো পার্কে পৃথিবীর দশম আশ্চর্য যেমন স্থান পেয়েছে তেমনই রয়েছে দার্জিলিংয়ের চা বাগান, টয় ট্রেন এমনকি ঘুম স্টেশনও৷ সেই ইকো পার্কেই এবার হতে চলেছে মিষ্টি হাব৷ মিষ্টিপ্রেমীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ রাজ্য সরকারের৷ ২০১৬ সালে মিষ্টি হাবের কথা ভাবা হয়৷ বছরখানেক পর ২০১৭-র ফেব্রুয়ারিতে ইকো পার্কের তিন নম্বর গেটের কাছে হিডকো এই হাব তৈরির কাজ শুরু করে৷ প্রায় বছরখানেকের মধ্যে কাজ শেষ হয়৷ চলতি মাসের ৫ জুলাই আমজনতার জন্য খুলবে মিষ্টি হাবের দরজা৷

শহরের প্রসিদ্ধ দশটি মিষ্টি প্রস্তুতকারকেরা থাকবে এই মিষ্টি হাবে৷ থাকছে কেসি দাস, বাঞ্ছারাম, গুপ্তা ব্রাদার্স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, গাঙ্গুরাম, নলিন চন্দ্র দাস, মিঠাই, সুইট বেঙ্গল প্রাইভেট লিমিটেড, নিউ নবকৃষ্ণ গুঁই এবং হিন্দুস্তান সুইটস৷ প্রসিদ্ধ দোকানগুলির  পাশাপাশি থাকবে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, বহরমপুরের ছানাবড়া, কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজার দোকান৷ এক ছাদের তলায় থাকবে পুরনো দিনের হারিয়ে যাওয়া মিষ্টির সম্ভার৷

[দুরন্ত এক্সপ্রেসে খাবার খেয়ে অসুস্থ একাধিক যাত্রীরা, বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে]

সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি মিষ্টি হাবে ঢুকলে ফিরে পাওয়া যাবে পুরনো কলকাতার আমেজ৷ মিষ্টি হাবের সামনে থাকবে পার্কিং লট৷ মিষ্টির সন্ধানে ইকো পার্কে যাঁরা আসবেন, প্রথম আধ ঘণ্টা বিনামূল্যে গাড়ি পার্কিং করতে পারবেন তাঁরা৷ তথ্য অনুযায়ী, উৎসবের মরশুমে শহরে সবচেয়ে বেশি মানুষ ভিড় জমান ইকো পার্কে৷ এই মিষ্টি হাবের জন্য আরও ভিড় বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের৷

The post মিষ্টি খেতে ভালবাসেন? তবে একবার ঢুঁ মারতেই হবে ইকো পার্কে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার