সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার সূত্র বলছে এবারের পুজোর বক্স অফিস দখলে রাখবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আগেই জানা গিয়েছিল পরিচালক পথীকৃৎ বসুর শাস্ত্রী পুজোয় মুক্তি পাবে। আর এবার শোনা যাচ্ছে, এভিএফের ব্যানারে তৈরি রাজ চক্রবর্তীর 'সন্তান' ছবিও নাকি মুক্তি পেতে পারে পুজোর সময়। তবে গুঞ্জন শোনা গেলেও, এই নিয়ে এখনও মুখ খোলেনি ছবির টিম।
শুধু মহাগুরুই নয়, এই ছবিতে নাকি মিঠুনের সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। অর্থাৎ এক ছবিতে চক্রবর্তী ম্যাজিক। ছবিতে মিঠুনের ছেলে ঋত্বিক চক্রবর্তী। আছেন অনসূয়া মজুমদার, অহনা দত্ত প্রমুখ। আইনজীবীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
[আরও পড়ুন: টলিউডে কাস্টিং কাউচে দায়ী পরিচালক-প্রযোজকরা? স্বরূপের মন্তব্যের পালটা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের]
অন্যদিকে, দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। ছবির চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। পুজোতেই নতুন এই ছবির মুক্তি পাওয়ার কথা। ছবিটি প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী।
শাস্ত্রী ছবি নিয়ে বলতে গিয়ে, সংবাদ প্রতিদিনকে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, ''এটা আমি বিশ্বাস করি, এভরিবডি নিডস আ ম্যাজিক। আর গরিবদের বেশি করে ম্যাজিক দরকার। এমনকী, বিশ্বাস করি ভগবান, ইভেন দ্য গডম্যান, দুজনেই ম্যাজিক না দেখালে, তাঁকে কেউ মানবে না। ম্যাজিক দেখাতেই হবে। ফর দ্যাট ম্যাজিক উই আর রানিং। গরিবের জীবনের ম্যাজিকটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ছবিতে। সমাজের সব স্তরের মানুষ কানেক্ট করবে এই ছবির সঙ্গে। কেউ লটারিতে ম্যাজিক খুঁজছে, কেউ জ্যোতিষে, কেউ আংটিতে। এই পরিমলের ম্যাজিক হল, আগামীতে কী হবে দেখতে পাচ্ছে। দেন দ্য পাওয়ার করাপ্টস। ক্ষমতা পেয়ে বউকে চিনতে পারছে না। গরিবের স্ত্রী, সংসার, সন্তানই ম্যাজিক, তার বাইরে যখন চলে যাচ্ছে তখনই সমস্যা। সেটাই ‘শাস্ত্রী’। ক্ষমতা হল সাপের মতো। সেখানে যদি নিয়ন্ত্রণ থাকে যে, সাপটাকে ঢুকতে দেব না, তবেই হবে।''