shono
Advertisement

Breaking News

সানিয়া-মার্টিনা জুটির বিচ্ছেদ

ফাটল ধরল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটিতে৷ The post সানিয়া-মার্টিনা জুটির বিচ্ছেদ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:39 PM Aug 09, 2016Updated: 05:59 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে ডাবলসে ব্যর্থতার জখম এখনও টাটকা৷ এর মধ্যেই ফাটল ধরল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটিতে৷ বিভিন্ন কারণে মতবিরোধ হওয়ার দরুণ তাঁরা আর একসঙ্গে না খেলার সিদ্ধান্ত নিলেন৷

Advertisement

২০১৫ তে সুইস তারকা হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধেন সানিয়া৷ সে বছর অভাবনীয় সাফল্য পায় এ জুটি৷ উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয় ওপেন জিতে নেন তাঁরা৷ টানা ৪১টি ম্যাচ অপরাজিত থাকে এ জুটি৷ এ বছর ফেব্রুয়ারিতে কাতার ওপেনে প্রথম ব্যর্থ হন তাঁর৷ তারপর থেকেই মনোমালিন্য শুরু হয় দু’জনের৷ প্র্যাকটিসে অনুপস্থিত থাকতে শুরু করেন হিঙ্গিস৷ কানাঘুঁষো শোনা যাচ্ছিল ডাবলসে অন্য সঙ্গী বেছে নিয়েছেন তিনি৷ সে জল্পনা উড়িয়ে আরও একবার জুড়ি বেঁধেছিলেন তাঁরা৷ কিন্তু কানাডায় ব্যর্থতার পর সানিয়াও জুটি ছাড়ার সিদ্ধান্ত নেন৷ শেষমেশ দুজনেই এই সিদ্ধান্তেই স্থির হন৷ ফলত সফল এই জুটির খেলা দেখা থেকে এবার বঞ্চিতই হতে হবে দর্শকদের৷

The post সানিয়া-মার্টিনা জুটির বিচ্ছেদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement