shono
Advertisement

Breaking News

#MeToo বিতর্কের জের, এডিটর্স গিল্ড থেকে বরখাস্ত এমজে আকবর

বরখাস্ত করা হল তরুণ তেজপালকেও৷ The post #MeToo বিতর্কের জের, এডিটর্স গিল্ড থেকে বরখাস্ত এমজে আকবর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:16 PM Dec 12, 2018Updated: 11:36 AM Dec 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই মিটু বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম৷ এবার আরও চাপে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবর৷ বুধবার তাঁকে বরখাস্ত করল এডিটরর্স গিল্ড অফ ইন্ডিয়া৷ যতদিন না মিটু বিতর্কে ক্লিনচিট পাচ্ছেন বিশিষ্ট এই সাংবাদিক তথা রাজনীতিবিদ, ততদিনের জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে গিল্ডের তরফ থেকে৷

Advertisement

[পাঁচ রাজ্যের পর অসমের পঞ্চায়েত নির্বাচনেও বেকায়দায় বিজেপি]

কেবল আকবরই নন, একই ভাবে বরখাস্ত করা হয়েছে তেহেলকার সম্পাদক তরুন তেজপালকেও৷ ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রমাণিত হয়ে বর্তমানে জেল খাটছেন তিনি৷ বিগত কয়েক মাস ধরেই #MeToo বিতর্ক ঝড় তুলেছে সমগ্র দেশে৷ একে একে এতে নাম জড়িয়েছে রাজনৈতিক মহল থেকে সিনেমাজগত এবং সংবাদমাধ্যমের তাবড় তাবড় ব্যক্তিত্বদের৷ আকবরের বিরুদ্ধে মুখ খোলেন এক মহিলা সাংবাদিক৷ তাঁর অভিযোগ, বলপূর্বক তাঁকে চুম্বন করার চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ একজন নয়, এই বিশিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়েছেন ২০ জন মহিলা সাংবাদিক৷ তাঁদের স্পষ্ট অভিযোগ, একটি সংবাদমাধ্যমের দায়িত্বে থাকাকালীন তাঁদের যৌন হেনস্তা করেছেন মোদি সরকারের বিদেশ মন্ত্রকের এই প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী। এই অভিযোগের পরই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন আকবর৷

[অভিজ্ঞতাতেই ভরসা রাহুলের, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন কমলনাথ]

এখানেই শেষ নয়, এরপরই এক মহিলা সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন আকবর৷ জানা গিয়েছে, গিল্ডের তরফ থেকে আকবরকে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই আইনি জটিলতা কাটিয়ে উঠতে৷ এরপরই আকবরকে আবার তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ গত মাসে গিল্ডের প্রকাশিত সদস্য তালিকাতেও নাম ছিল আকবর ও তেজপালের৷ কিন্তু বুধবার তাঁদের দু’জনকেই বরখাস্ত করল গিল্ড কর্তৃপক্ষ৷

The post #MeToo বিতর্কের জের, এডিটর্স গিল্ড থেকে বরখাস্ত এমজে আকবর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement