shono
Advertisement

বিধানসভার ব্যাঙ্কে এক লক্ষের বেশি জমা দিতে পারবেন না বিধায়করা

হবে না কোনও এক্সচেঞ্জও৷ The post বিধানসভার ব্যাঙ্কে এক লক্ষের বেশি জমা দিতে পারবেন না বিধায়করা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:12 PM Nov 11, 2016Updated: 10:42 AM Nov 11, 2016

রাহুল চক্রবর্তী: বিধায়কদের যত টাকাই থাকুক, বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখায় জমা দেওয়া যাবে না এক লক্ষ টাকার বেশি৷ ব্যাঙ্কের কাচের দরজায় সাদা কাগজে তা লিখে জানিয়েও দেওয়া হয়েছে৷ হবে না কোনও এক্সচেঞ্জও৷

Advertisement

ব্যাঙ্কের শাখা আছে৷ আছে ডাকঘরও৷ দুটোর মধ্যে দূরত্ব তিন থেকে চার পা৷ গোটা দেশের মানুষ যখন টাকা ভাঙাতে ছুটছে ব্যাঙ্ক-পোস্ট অফিসে, সেখানে ব্রাত্য নন বিধায়করাও৷ কিন্তু অন্য ছবি পশ্চিমবঙ্গ বিধানসভায়৷ একটি এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে বিধানসভায়৷ একেবারে উল্টো দিকের ঘরেই রয়েছে পোস্ট অফিস৷ সাধারণত বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বিধানসভার কর্মীরাই বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখা ব্যবহার করেন৷ একটা খবর রটে গিয়েছিল, অনেক বিধায়কই নাকি কয়েক লক্ষ টাকা বিধানসভার ভিতর ‘সেফ জোনে’ থাকা এই ব্যাঙ্কে জমা দিতে পারেন৷ এমনকী, বুধবার বিধানসভায় আসা বিধায়করা রসিকতার ছলে এই গল্পও করেছেন, ‘আজ কত জমা দিলেন’৷

যেমন, কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো জানালেন, “১২ হাজার টাকা জমা দিলাম৷ শুনলাম অনেক বিধায়ক আমার থেকে কয়েক গুণ টাকা জমা দিয়েছেন৷” বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখায় দিনভর ভিড় ছিল মোটামুটি৷ কিন্তু যে বিধায়ক কিংবা বিধানসভার কর্মীরা টাকা ভাঙাতে এসেছিলেন, তাঁদের নিরাস হয়েই ফিরতে হয়েছে৷ ব্যাঙ্কে হয়নি কোনও এক্সচেঞ্জ৷ শুধু ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়া এবং টাকা তোলার কাজ হয়েছে৷ ফলে এক্সচেঞ্জ করাতে এসে পুরনো টাকা নিয়েই ফিরতে হয়েছে৷ আর গোদের উপর বিষফোড়া ব্যাঙ্কের একটি নির্দেশ৷ যাঁরা লাখ টাকার বেশি জমা দিতে এসেছিলেন, তাঁদের ব্যাঙ্কের গেটের দরজা থেকেই ফিরতে হয়েছে৷ দরজায় সাদা কাগজে লেখা, “এক লক্ষ টাকা পর্যন্ত এই শাখায় জমা নেওয়া হবে৷ টাকা অধিক হলে পার্শ্ববর্তী হাই কোর্টের শাখায় যান৷” কিন্তু কেমন নির্দেশ? ব্যাঙ্কের আধিকারিক জানালেন, এই শাখায় স্থায়ী কর্মী মাত্র একজন৷ ফলে যাতে অসুবিধা না হয় তাই পাশের শাখায় যেতে বলা হয়েছে৷ তবে অন্য ব্যাঙ্ক, পোস্ট অফিসের তুলনায় বিধানসভার ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ভিড় ছিল কম৷

The post বিধানসভার ব্যাঙ্কে এক লক্ষের বেশি জমা দিতে পারবেন না বিধায়করা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement