shono
Advertisement

ব্যক্তিগত কারণে ত্রিপুরায় BJP’র শরিক দলের বিধায়কের ইস্তফা

পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জল্পনা।
Posted: 09:05 PM Jun 30, 2021Updated: 10:20 PM Jun 30, 2021

প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরায় (Tripura) হঠাৎই পদত্যাগ করলেন বিজেপি জোটের এক বিধায়ক। শাসক জোটের বিধায়কের (MLA) পদত্যাগ ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। শরিক আইপিএফটির বিধায়ক বৃষকেতু দেববর্মা মঙ্গলবার রাতে হঠাৎ করে পদত্যাগ করেন। পদত্যাগপত্র জমা দেন অধ্যক্ষ রেবতীমোহন দাসের কাছে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। আবেদন করেছেন, তাঁর পদত্যাগপত্র যেন গ্রহণ করা হয়।

Advertisement

সিমনা বিধানসভা কেন্দ্রের আঞ্চলিক দল আইপিএফটির (IPFT) টিকিটে প্রথমবার বিধায়ক হয়েছিলেন বৃষকেতু দেববর্মা। হঠাৎ করে তার পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জল্পনা। যদিও তিনি জানিয়েছেন, অন্য কোনও দলে তিনি যোগ দেবেন না। ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা তাও ঠিক নেই। ব্যক্তিগত কারণেই তার পদত্যাগ।

[আরও পড়ুন: Jammu Explosion: পিজ্জা পৌঁছনোর ড্রোনেই হামলা পাকিস্তানের? খতিয়ে দেখছে সেনা]

যদিও আইপিএফটি (IPFT) দলের সভাপতি রাজ্যের রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা জানিয়েছেন, বৃষকেতু দেববর্মার পদত্যাগের ব্যাপারে দল কিছুই জানে না। পদত্যাগ করলেও এই মুহুর্তে পদত্যাগ পত্র গ্রহণে নারাজ বিধানসভার অধ্যক্ষ। অধ্যক্ষ রেবতীমোহন দাস জানিয়েছেন, নিয়ম মেনে পদত্যাগ (Resign) করেননি বিধায়ক বৃষকেতু দেববর্মা। তাই পদত্যাগপত্র গ্রহণ করা হবে না।

এদিকে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, “এটি আঞ্চলিক দলের আভ্যন্তরীণ বিষয়।” অন্যদিকে নতুন আঞ্চলিক দল তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেববর্মা পদত্যাগী বিধায়ককে তার দলে স্বাগত জানিয়েছেন। ফলে বৃষকেতুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

[আরও পড়ুন: জঙ্গিদের নিশানায় সেনাঘাঁটি, সীমান্তে শত্রু ড্রোন ধ্বংসে বিকল্প খুঁজছে ফৌজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement