shono
Advertisement

Breaking News

খবরে ফাঁস নেতার দুর্নীতি, থানার সামনেই বেধড়ক মার সাংবাদিককে

স্থানীয় থানার সামনেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। The post খবরে ফাঁস নেতার দুর্নীতি, থানার সামনেই বেধড়ক মার সাংবাদিককে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Feb 06, 2017Updated: 03:38 PM Feb 06, 2017

সংবাদ প্রতিদিনই ডিজিটাল ডেস্ক: নেতার কেচ্ছা ফাঁস করার সাংবাদিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির বিধায়ক আমাঞ্চি কৃষ্ণ মোহনের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছিলেন স্থানীয় এলাকার এক সাংবাদিক। সেই অপরাধেই তাঁকে স্থানীয় থানার সামনেই বেধড়ক মারধর করা হয়।

Advertisement

জানা গিয়েছে, গত রবিবার তেলেগু খবরের কাগজের সাংবাদিক এম নাগার্জুন রেড্ডি বাইক নিয়ে সফর করছিলেন। সেই সময় তাঁর পথ আটকায় আমাঞ্চি কৃষ্ণ মোহনের ভাই আমাঞ্চি স্বমুলু এবং তার সাঙ্গোপাঙ্গরা। দলের নেতার বিরুদ্ধে খবর লেখার জন্য সাংবাদিকের উপর চড়াও হয় তারা। তাঁকে ব্যাপক মারধর করা হয় বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন স্থানীয়রা। তাঁদের সামনেই ঘটে এই ঘটনা। সাংবাদিক নাগার্জুন জানিয়েছেন, পেশার জন্য এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হননি তিনি। গত ১০ বছরে এই নিয়ে চারবার তাঁকে হত্যার চেষ্টা করা হল।

(বেজায় কাঁদছে, বিরক্তিতে তিন দিনের শিশুর পা ভাঙল হাসপাতাল কর্মী)

The post খবরে ফাঁস নেতার দুর্নীতি, থানার সামনেই বেধড়ক মার সাংবাদিককে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement