সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে একের পর এক সাফল্য ‘RRR’ সিনেমার। ইতিমধ্যেই ছবির ‘নাতু নাতু’ গান পেয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। এবার নতুন সম্মান পেল সুরকার এমএম কিরাবনীর তৈরি গানটি। এর মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় বড় খবর জানালেন দক্ষিণী সংগীত পরিচালক।
২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘RRR’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি অস্কারের (Oscar 2023) জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য। অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে সুরকার এমএম কিরাবনী ও গীতকার কালা ভৈরবী ও রাহুল সিপলিগুঞ্জের ‘নাতু নাতু’ (Naatu Naatu)। এবার লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কার জিতে নিয়েছে গানটি।
[আরও পড়ুন: এ তো অবিকল শাহরুখ-দীপিকা! ‘পাঠান’ ছবির গানে নেচে তাক লাগালেন বিদেশি শিল্পীরা]
গোল্ডেন গ্লোবের মঞ্চেই কিংবদন্তি হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে দেখা হয়েছিল রাজামৌলি ও কিরাবনীর। সেই ছবি দু’জনেই শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে সোমবার সকালের টুইটে চাঞ্চল্যকর তথ্য জানালেন কিরাবনী। একবার নয়, দু’বার ‘RRR’ দেখেছেন স্পিলবার্গ। নিজেই সেকথা রাজামৌলি ও কিরাবনীকে জানিয়েছেন তিনি। এমনকী, ‘নাতু নাতু’ গানটিও নাকি কিংবদন্তি হলিউড পরিচালকের বেশ পছন্দ।
উল্লেখ্য, ‘RRR’-এর সৌজন্যেই এই প্রথমবার ভারতে এল গোল্ডেন গ্লোব পুরস্কার। কিরাবনি যখন পুরস্কারটি হাতে নিচ্ছিলেন দর্শকাসনে উচ্ছ্বসিত হয়ে হাততালি দিচ্ছিলেন পরিচালক এসএস রাজামৌলি এবং ছবির দুই নায়ক রাম চরণ ও জুনিয়র NTR। এবার গোটা টিমের লক্ষ্য একটাই। আর তা হল অস্কার।