shono
Advertisement

Breaking News

গণবিক্ষোভে অগ্নিগর্ভ মেঘালয়, হামলা মুখ্যমন্ত্রীর দপ্তরে, আহত ৫

নিজের অফিসেই আটকে রয়েছেন কনরাড বলে খবর।
Posted: 09:02 PM Jul 24, 2023Updated: 09:20 PM Jul 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণবিক্ষোভে অগ্নিগর্ভ মেঘালয়। মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দপ্তরে হামলা উন্মত্ত জনতার। এই ঘটনায় আহত অন্তত পাঁচ। নিজের অফিসেই আটকে রয়েছেন কনরাড বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, ওয়েস্ট গারো হিলসের তুরা শহরে নিজের দপ্তরে আটকে রয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তাঁর অফিস ঘিরে রেখেছে কয়েকশো বিক্ষোভকারী। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরে পাথর ছুঁড়তে শুরু করে উন্মত্ত জনতা। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে হামলার মুখে পড়তে হয় তাঁদের। এই ঘটনায় অন্তত পাঁচজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের মুখ্যমন্ত্রীর দপ্তরের ভিতরে নিয়ে আসা হয়।

বিগত কয়েকদিন ধরেই তুরাকে শীতকালীন রাজধানী ঘোষণা করার দাবি জানাচ্ছিল গারো হিলসের বেশ কয়েকটি সংগঠন। সরকারের উপর চাপ তৈরি করতে বেশ কয়েকদিন ধরেই অনশন করছে তারা। আজ বিক্ষোভকারীদের আলোচনার জন্য ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রীর দপ্তরে পাথর ছুঁড়তে শুরু করে কয়েকশো বিক্ষোভকারী। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে হামলার মুখে পড়তে হয় তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: নিরাপদ আশ্রয়ের খোঁজে মিজোরাম থেকে অসমে ৪১ মণিপুরী শরণার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার