সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদির ক্যালেন্ডার ও ডায়েরিতে যে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহৃত হয়েছে, সেই তথ্যই নেই প্রধানমন্ত্রীর দফতরের(পিএমও) কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই ব্যবহার করা হয়েছে তাঁর ছবি, এমনটাই জানানো হল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।
সম্প্রতি খাদি গ্রামোদ্যোগ কমিশনের ওয়াল ক্যালেন্ডার ও টেবিল ডায়েরিতে মহাত্মা গান্ধীর বদলে ব্যবহার করা হয় নরেন্দ্র মোদির ছবি। প্রধানমন্ত্রীর চরকায় সুতো কাটার ছবি ঘিরে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, গান্ধীজির ছবির বদলে কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হল! এরপরই নড়েচড়ে বসে পিএমও।
কেন এমন ঘটনা ঘটল তা জানতে চাওয়া হয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের কাছে। যদিও এমন ঘটনা নতুন নয় বলে প্রথম থেকেই দাবি করেছেন কমিশনের চেয়ারম্যান বিনয়্কুমার সাক্সেনা। তিনি আগেই বলেছেন, এটা কোনও অভিনব ঘটনা না। আগেও খাদির ক্যালেন্ডার ও ডায়েরির কভারে অন্যদের ছবি ব্যবহার করা হয়েছে। তাছাড়া খাদির অগ্রগতিতে নরেন্দ্র মোদির অনুপ্রেরণাকে মাথায় রেখেই কমিশনের এই সিদ্ধান্ত বলে জানান বিনয়্কুমার।
The post খাদির ক্যালেন্ডারে ছবি, জানেনই না প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.