shono
Advertisement
Shaan

গায়ক শানের আবাসনে অগ্নিকাণ্ড, আহত ১

গভীর রাতে ঘটেছে এই ঘটনা।
Published By: Suparna MajumderPosted: 09:42 AM Dec 24, 2024Updated: 05:18 PM Dec 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে গায়ক শানের (Shaan) আবাসনে অগ্নিকাণ্ড। ঘটনায় আহত এক। এমনই খবর জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। ওই আবাসনের বারো তলায় সঙ্গীতশিল্পীর ফ্ল্যাট। এমনটাই খবর। তবে অগ্নিকাণ্ডের সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না সেই সম্পর্ক কিছু জানা যায়নি। শানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল বিবৃতিও দেওয়া হয়নি।

Advertisement

বান্দ্রা ওয়েস্ট এলাকায় অবস্থিত শানের এই আবাসন। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে দুটো নাগাদ সেখান থেকে দমকল দপ্তরে খবর যায়। জানানো হয়, আবাসনে আগুন লেগে গিয়েছে। সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। আবাসনে পৌঁছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে।

সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। শোনা গিয়েছে, ঘটনার জেরে আশি বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়ে গিয়েছিল তাঁর। বৃদ্ধাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করা হয়। খবর দেওয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুল্যান্সে করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে আইসিউতে রাখা হয়েছে বলেই খবর।

ঘটনায় আর কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই। কিন্তু আগুন লাগল কী কারণে? প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে। আবাসনের বিদ্যুৎ যোগাযোগে কোনও সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে খবর।  উল্লেখ্য, সোমবার বিকেলেই মুম্বইয়ের কুরলা স্ক্র্যাপ মার্কেটে আগুন লেগে যায়। ঘটনায় ৩০ থেকে ৪০টি ওয়্যারহাউস পুড়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই। 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওই আবাসনের বারোতলায় সঙ্গীতশিল্পীর ফ্ল্যাট। এমনটাই জানা গিয়েছে।
  • তবে অগ্নিকাণ্ডের সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না সেই সম্পর্ক কিছু জানা যায়নি।
Advertisement