shono
Advertisement

‘পেট্রল শেষ হয়ে গিয়েছিল’, দুরন্ত বোলিংয়ের পরে ধারাভাষ্যকার কার্তিককে বললেন শামি

আইপিএলে নিজের সেরা স্পেল করলেন শামি।
Posted: 03:17 PM May 03, 2023Updated: 03:18 PM May 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL) নিজের সেরা স্পেলটাই হয়তো করে ফেললেন মহম্মদ শামি (Mohammed Shami)। চার ওভার হাত ঘুরিয়ে চার উইকেট নেন এই পেসার। রান দিয়েছেন মাত্র ১১। ইনিংস ব্রেকের সময়ে মুরলী কার্তিককে রসিকতা করে শামি বলেন, ”পেট্রল খতম হো চুকা থা।”

Advertisement

বলতে গেলে দিল্লি ক্যাপিটালসের (DC) ব্যাটিং মেরুদণ্ড নিজের হাতে ভেঙেছেন শামি। প্রথম বলেই তুলে নেন ফিল সল্টের উইকেট। এর পরে চলতে থাকে শামির আগুনে বোলিং।

[আরও পড়ুন: ‘তুই আমার পরিবারকে গালমন্দ করেছিস’, ঝামেলার সময়ে কোহলিকে বলেছিলেন গম্ভীর]

 

ইনিংস ব্রেকের সময়ে মুরলী কার্তিকের সঙ্গে কথা বলার সময়ে শামি বলেন, ”এবারের টুর্নামেন্টের আগে আমরা বহু প্র্যাকটিস করেছি। পিচের চরিত্র বোঝার চেষ্টা করেছি। কোন লেন্থে বল করতে হবে, সেটা নিয়েও বিস্তর অনুশীলন করেছি। আমি পরিকল্পনা অনুযায়ী কেবল বল করে গিয়েছি। আমার কাজই হল আক্রমণ করে যাওয়া এবং উইকেট নেওয়া। শুরুতেই যদি উইকেট তুলে নিতে পারি, তাহলে তা দলের জন্যই ভাল। আমি নিজের সবটা দিয়েছি। এই পিচ থেকে সুইং বা সিম বোলাররা খুব একটা সাহায্য পায়নি। পেট্রল শেষ হয়ে গিয়েছিল।”

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে সেরা বোলিং ফিগার শামিরই। এবারের টুর্নামেন্টে দ্বিতীয় সেরা বোলিং ফিগার বাংলার পেসারেরই। শামির আগে রয়েছেন মার্ক উড। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে ৫ উইকেট নেন তিনি। শামির দুরন্ত বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসকে ১৩০ রানে আটকে রাখে গুজরাট টাইটান্স (GT)। কিন্তু ম্যাচ জিততে পারেনি তারা। ৬ উইকেটে ১২৫ রানে থামে গুজরাট টাইটান্স। 

[আরও পড়ুন: ‘ডাগ আউটে বসে ওই শট প্র্যাকটিস করো’, ঋদ্ধিমানকে পরামর্শ ক্ষুব্ধ গাভাসকরের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement