shono
Advertisement

Breaking News

Mohammed Shami

বিজয় হাজারেতেও ঘোর অনিশ্চিত, জাতীয় দলে কামব্যাক ক্রমেই কঠিন হচ্ছে শামির

আগামী শনিবার থেকে বিজয় হাজারেতে অভিযান শুরু করছে বাংলা।
Published By: Anwesha AdhikaryPosted: 08:13 PM Dec 19, 2024Updated: 08:13 PM Dec 19, 2024

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: বিজয় হাজারের দলে তাঁর নাম ছিল। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হয়তো খেলতে পারবেন না মহম্মদ শামি। সূত্রের খবর, এনসিএ থেকে ফিরে তারকা পেসার বাংলা স্কোয়াডে যোগ দিতে পারবেন কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফলে প্রথম ম্যাচে শামির না খেলার সম্ভাবনা প্রবল।

Advertisement

শামি শেষবার ভারতের হয়ে খেলেছেন গতবছর ওয়ানডে বিশ্বকাপ। এর পর চোট সারাতে হওয়া অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠে বাংলার হয়ে রনজি ট্রফি খেলেন শামি। সেখানে ভালো বল করার পর থেকেই তাঁর অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত সেই ডাক আসেনি। তাই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলার পর ফের এনসিএ-তে ফিরেছেন শামি। আপাতত সেখানেই রিহ্যাব করছেন তারকা পেসার।

বিজয় হাজারের দলে শামিকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল সিএবি। আগামী শনিবার থেকে বিজয় হাজারেতে অভিযান শুরু করছে বাংলা। ২১ ডিসেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি। কিন্তু সেই ম্যাচে শামির না খেলার সম্ভাবনা প্রবল। বেঙ্গালুরুর এনসিএ থেকে ফিরে তিনি স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা, সেই নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। ফলে বিজয় হাজারের প্রথম ম্যাচে শামিকে বাংলার জার্সিতে দেখা যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শামির ফিটনেস নিয়ে বেশ অসন্তুষ্ট দেখিয়েছে রোহিত শর্মাকেও। গাব্বা টেস্ট শেষে ভারত অধিনায়ক স্পষ্ট বলেন, “আমার মতে এবার এনসিএ-র কারওর উচিত শামিকে নিয়ে সামনে এসে কথা বলা। শামি তো জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছে। আমি বুঝতে পারছি যে, শামি ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলছে। কিন্তু ওর গোড়ালির চোট নিয়েও অনেক প্রশ্ন রয়েছে।" জাতীয় দলে কামব্যাক তো দূর, এবার ঘরোয়া ক্রিকেটেও নামতে পারছেন না শামি। তাহলে বঙ্গ পেসার আদৌ ১০০ শতাংশ ফিট হতে পেরেছেন? উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শামি শেষবার ভারতের হয়ে খেলেছেন গতবছর ওয়ানডে বিশ্বকাপ।
  • আগামী শনিবার থেকে বিজয় হাজারেতে অভিযান শুরু করছে বাংলা। ২১ ডিসেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি।
  • জাতীয় দলে কামব্যাক তো দূর, এবার ঘরোয়া ক্রিকেটেও নামতে পারছেন না শামি।
Advertisement