shono
Advertisement

‘ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল শামি’, বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় কোচের

কিভাবে সিদ্ধান্ত বদলালেন শামি, জানা গিয়েছে সেই কথাও।
Posted: 03:18 PM Feb 15, 2023Updated: 03:18 PM Feb 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami), এমনই দাবি করলেন ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। কেরিয়ারের প্রথম দিকে ২০১৮ সালে একাধিক সমস্যায় জড়িয়ে পড়েন ভারতীয় পেসার। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ফিটনেস নিয়েও সমস্যায় পড়েন তিনি। ফলস্বরূপ জাতীয় দল থেকে বাদ পড়েন। সেই সময়েই ভেবেছিলেন, পাকাপাকিভাবে ক্রিকেট ছেড়ে দেবেন।

Advertisement

ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ বলেন, “২০১৮ সালে আচমকাই একদিন শামি আলাদা করে আমার সঙ্গে কথা বলতে চায়। ঘরে এসে শামি সাফ জানিয়ে দেয়, ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবছে ও। সেই সময় শামির ফিটনেস পড়ে গিয়েছিল, ব্যক্তিগত জীবনেও ব্যাপক সমস্যার মধ্যে ছিল। সব মিলিয়ে প্রচণ্ড রাগের মাথায় খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শামি।” 

[আরও পড়ুন: মহিলাদের আইপিএলে চমক আরসিবির, স্মৃতিদের মেন্টর হচ্ছেন সানিয়া মির্জা]

সমস্ত ব্যাপার শুনে সঙ্গে সঙ্গে তৎকালীন হেড কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) কাছে শামিকে নিয়ে যান অরুণ। শামির সিদ্ধান্ত শুনে প্রথমে খানিকটা অবাক হলেও মাথা ঠাণ্ডা রেখে পেসারকে বোঝান দুই কোচ। শাস্ত্রী বলেন, “ক্রিকেট না খেললে তুমি কি করবে? অন্য কোনও কাজ করতে জানো? তোমার শুধু একটাই কাজ, বল করে যাওয়া। বুঝতে পারছি তোমার রাগ হয়েছে। এই রাগ মেটাতে কঠোর পরিশ্রম করা উচিত।”

শামিকে এনসিএতে গিয়ে ফিটনেস বাড়ানোর পরামর্শ দেন শাস্ত্রী। তিনি সাফ বলেন, “চার সপ্তাহের জন্য তোমাকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হবে। সেখানে নিজের ফিটনেসের উন্নতি করো। অন্য কোনও দিকে মন দেবে না, শুধু নিজের খেলা নিয়ে ব্যস্ত থাক।” অরুণ বলেন, নির্দিষ্ট এই সময়ের পরে একেবারে অন্য মানুষ হয়ে ফিরে আসেন শামি। তারপর থেকেই টানা দুরন্ত পারফরম্যান্স করে চলেছেন ভারতের পেসার। 

[আরও পড়ুন: বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে নামার আগে স্বস্তিতে ভারত, দলে ফিরতে পারেন মন্ধানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement