shono
Advertisement

Breaking News

Rohit Sharma

গার্ডেন মে ঘুম রাহা হ্যায় ক্যায়া! রোহিতের জনপ্রিয় সংলাপ এবার সিরাজের মুখে, ভাইরাল ভিডিও

কেন এমন কথা বললেন তারকা পেসার?
Published By: Anwesha AdhikaryPosted: 07:54 PM Dec 01, 2024Updated: 07:54 PM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্ডেন মে ঘুম রাহা হ্যায় ক্যায়া? মাঠে দাঁড়িয়ে সতীর্থদের উদ্দেশ্যে বলা রোহিত শর্মার এই মন্তব্য কার্যত 'প্রবাদে' পরিণত হয়েছে ক্রিকেটমহলে। কেবল হাসির ছলে ইয়ার্কি নয়, খেলোয়াড়দের সমালোচনা করতেও এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন অনেকে। ভারত অধিনায়কের সেই জনপ্রিয় সংলাপ আবারও ফিরে এল ক্রিকেট মাঠে, সৌজন্যে মহম্মদ সিরাজ।

Advertisement

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে ভারত। আগামী শুক্রবার থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামবে মেন ইন ব্লু। তার আগে গোলাপি বলে একটি প্রস্তুতি ম্যাচ খেলছেন রোহিতরা। সেই ম্যাচে বোলিং ওপেন করেন সিরাজ। প্রথম সারির ব্যাটারদের বেশ চাপে ফেলে দেয় তাঁর আগুনে গতির ডেলিভারি। টানটান উত্তেজনার মধ্যেই আচমকা রেগে উঠে সিরাজের চিৎকার, "এ ভাই, গার্ডেন মে ঘুম রাহা হ্যায় ক্যায়া?"

কী এমন ঘটল যে এমন রেগে গেলেন তারকা পেসার? ঘটনাটি ঘটে খেলার একেবারে শুরুর সময়ে। নিজের প্রথম বলে একটি রান দেন সিরাজ। তার পরে তিনটি ডট বল। ওভারের পঞ্চম বলটি করার জন্য রান আপ শেষ করতেই স্টান্স ছেড়ে সরে দাঁড়ান অজি ব্যাটার ম্যাট রেনশ। কারণ সাইটস্ক্রিনের সামনে দাঁড়িয়েছিলেন মাঠের এক নিরাপত্তাকর্মী। তার জন্য সাইটস্ক্রিনে সমস্যা হয়, বাধ্য হয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে দাঁড়ান রেনশ। গোটা ঘটনায় সিরাজের মনসংযোগও নষ্ট হয়।

তাতেই রেগে ওঠেন সিরাজ। সাইটস্ক্রিনের সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীকে সটান বলে বসেন, "এ ভাই, গার্ডেন মে ঘুম রাহা হ্যায় ক্যায়া?" সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তবে সিরাজ রেগে গেলেও নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে গোটা ঘটনায়। যেভাবে রোহিতের 'গার্ডেন' স্মৃতি ফিরিয়ে এনেছেন সিরাজ, তাতে বেশ খুশি ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে ভারত।
  • নিজের প্রথম বলে একটি রান দেন সিরাজ। তার পরে তিনটি ডট বল।
  • যেভাবে রোহিতের 'গার্ডেন' স্মৃতি ফিরিয়ে এনেছেন সিরাজ, তাতে বেশ খুশি ক্রিকেটপ্রেমীরা।
Advertisement