সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের প্রথম পর্বে ডায়মন্ডহারবার এফসি (Diamond Harbour FC) হারিয়ে দিয়েছিল মহামেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting)। চেরনিশভ সাদা-কালো শিবিরের দায়িত্ব নেওয়ার পরে বদলে গেল ছবিটা।
কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে মঙ্গলবার মহামেডান স্পোর্টিং ২-০ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসিকে। এই ম্যাচ জয়ের ফলে মহামেডান স্পোর্টিং কলকাতা লিগ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবি বদলায়। ৬০ মিনিটে আঙ্গুসানা মহামেডানের হয়ে গোলটি করেন। খেলার একেবারে শেষ লগ্নে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন ডেভিড। লিগে তাঁর ২০টি গোল হয়ে গেল।
স্যামুয়েলের ইনসুইং সেন্টার থেকে গোলটি করেন আঙ্গুসানা। সাদা-কালো শিবির গোলটি দেওয়ার পরে সমতা ফেরানো আর সম্ভব হয়নি ডায়মন্ড হারবারের পক্ষে। সুপার সিক্সে দারুণ গতিতে ছুটছে চেরনিশভের ছেলেরা।
ডায়মন্ড হারবারের কাছে হেরে যাওয়ার সময়ে চেরনিশভ দায়িত্বে ছিলেন না মহামেডান স্পোর্টিংয়ের। কিন্তু এদিনের ম্যাচে নামার আগে ছেলেদের পেপ টক দিয়ে বলেছিলেন, ”আমি ছেলেদের ওই হারটার স্মৃতি মাথায় নিয়ে কাল খেলতে নামতে বলেছি। আমরা হেরেছি। কাল সেই হারের বদলা নিতে হবে। একবার ওদের তিন পয়েন্ট উপহার দিয়েছি আমরা। এবার তা করলে চলবে না।” মঙ্গলবার সাদা-কালো শিবির জিতে লিগের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল।