shono
Advertisement

ভারতে বসবাসকারী সকলেই হিন্দু, ফের বিতর্কিত মন্তব্য ভাগবতের

ভাগবত-কথায় সমালোচনার ঝড়। The post ভারতে বসবাসকারী সকলেই হিন্দু, ফের বিতর্কিত মন্তব্য ভাগবতের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 AM Dec 18, 2017Updated: 05:41 PM Sep 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুত্ববাদ নিয়ে ফের বেপরোয়া মোহন ভাগবত। তাঁর সগর্ব ঘোষণা, ভারত বসবাসকারী সকলেই হিন্দু।

Advertisement

[বড়দিন পালন করা যাবে না স্কুলে, সতর্ক করল হিন্দু সংগঠন]

রবিবার আগরতলার এক সমাবেশে এমনই বিতর্কিত মন্তব্য করেন আরএসএস প্রধান। তিনি বলেন, ভারতে বসবাসকারী সব মুসলমান এবং ভিনধর্মী মানুষ আসলে হিন্দু। মানুষের মধ্যে একতা, সংহতি, মানবকল্যাণের ধারণাই হল আসলে হিন্দুত্ব। হিন্দুত্বই ভালোবাসা দিয়ে দেশের সব মানুষকে একসূত্রে বেঁধেছে। তাই এই অর্থে বলা যায়, ভারতে যারা বসবাস করেন তারা সকলেই হিন্দু। কেন এই মন্তব্য তাঁর ব্যাখ্যাও দিয়েছেন ভাগবত। এব্যাপারে ভাগবতের মন্তব্য, আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। আমরা সবার ভাল চাই। সকলকে এভাবে সংঘবদ্ধ করাকে বলা যায় হিন্দুত্ব। তাঁর সংযোজন মুসলিমরাও আসলে হিন্দু। হিন্দুত্ব ও হিন্দুধর্মের মধ্যে তফাত আছে। এটা গুলিয়ে ফেললে অবশ্য ভুল হবে তিনি মনে করেন। ভাগবতের দাবি ভারতবর্ষের মাটি হিন্দুদের জন্য। দুনিয়ার নানা প্রান্তে যেসমস্ত হিন্দুরা আক্রান্ত হয়েছেন তাদের আশ্রয় দিয়েছে এই দেশ। হিন্দুরা সততায় বিশ্বাসী। হিন্দুদের একত্রিত হতে হবে। এর জন্য আরএসএস শাখাকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন সংঘপ্রধান।

[অতৃপ্ত যৌন বাসনার কারণেই কি বাড়ছে ধর্ষণ? প্রশ্ন মাদ্রাজ হাই কোর্টের]

পাঁচ দিনের সফরে গত শুক্রবার ত্রিপুরায় যান সংঘচালক ভাগবত। মূলত উত্তর পূর্বে সংঘের বিস্তারের জন্য এই সফর। বামশাসিত ত্রিপুরায় আগামী বছর বিধানসভা নির্বাচন। আসাম, অরুণাচল, মণিপুরে ইতিমধ্যে সরকারে গঠন করেছে গেরুয়া শিবির। এবার মানিক সরকার ক্ষমতাচ্যুত করা তাদের লক্ষ্য। এজন্য আরএসএস এখন থেকে জমি তৈরি করতে চাইছে। ভাগবতের মন্তব্য সেই রাস্তা তৈরি করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভাগবতের এই বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বাম ও কংগ্রেস। তাদের বক্তব্য, এমন কথা বলে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হলেও মানুষ তা মানবে না।

The post ভারতে বসবাসকারী সকলেই হিন্দু, ফের বিতর্কিত মন্তব্য ভাগবতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার