shono
Advertisement

ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে ফিফার প্রথম একশোয় মোহনবাগান

একমাত্র ভারতীয় ক্লাব হিসাবে একশোর মধ্যে ঢুকে পড়ল বাগান৷ The post ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে ফিফার প্রথম একশোয় মোহনবাগান appeared first on Sangbad Pratidin.
Posted: 10:11 PM Aug 01, 2016Updated: 04:41 PM Aug 01, 2016

স্টাফ রিপোর্টার: মরশুম শুরুর আগেই সুখবরটা চলে এল৷ ফিফার এশিয়ার ক্লাব র‍্যাঙ্কিয়ে মোহনবাগান প্রথম একশোর মধ্যে৷ একমাত্র ভারতীয় ক্লাব হিসাবে একশোর মধ্যে ঢুকে পড়ল বাগান৷ তাদের র‍্যাঙ্কিং ৯৫৷ পনেরো ধাপ পিছনে ইস্টবেঙ্গল৷ বেঙ্গালুরু ১২৫-এ৷ আর কলকাতা লিগে মাঠে নামার আগে এটাই ‘বুস্ট আপ’ করছে মোহনবাগান ফুটবলারদের৷

Advertisement

শনিবার এরিয়ানের বিরুদ্ধে লিগে অভিযান শুরু করছেন ডাফিরা৷ কলকাতা লিগের জন্য কার্যত জুনিয়রদের নিয়েই দল গড়া হয়েছে৷ কোচ শঙ্করলাল চক্রবর্তী৷ তিনি অবশ্য জানিয়ে রাখলেন, ম্যাচে নামার জন্য দল মোটামুটি তৈরি হয়ে গিয়েছে৷ বলছিলেন, “দল বেশ ভাল শেপে রয়েছে৷ প্রথম ম্যাচে নামার আগে আরও কয়েকটা দিন সময় রয়েছে৷ ফলে আরও গুছিয়ে নিতে পারব৷”

মঙ্গলবার রেলওয়ে এফসি-র বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহনবাগান৷ লিগে নামার আগে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ৷ ফলে মঙ্গলবার টিম কম্বিনেশন দেখে নিতে চাইছেন মোহন কোচ৷ অনেক দিন পর এবার নিজেদের মাঠে লিগের ম্যাচ খেলবে মোহনবাগান৷ সেটাও ফ্লাডলাইটে৷ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে প্র্যাকটিস করবে বাগান৷ যাতে ম্যাচে মানিয়ে নিতে কোনও সমস্যায় না পড়তে হয়৷ এছাড়া এই সপ্তাহেই দ্বিতীয় বিদেশি সিবোর্নে চলে আসছেন৷ অবশ্য এখন তৃতীয় বিদেশির জন্য ট্রায়াল চলছে৷ সোমবার যেমন আইভরি কোস্টের স্টাইকার জাবিনো ট্রায়ালে এসেছিলেন৷ মঙ্গলবার আরও এক ডিফেন্ডারের আসার কথা রয়েছে৷

The post ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে ফিফার প্রথম একশোয় মোহনবাগান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement