সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে মোহনবাগানকে প্রথমবার আইএসএল জয়ের স্বাদ দিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই ভারতসেরা হয়েছিল সবুজ-মেরুন। তাই আরও একটা মরশুম সেই জুয়ান ফেরান্দোকেই কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্লাব। অর্থাৎ আগামী মরশুমেও মোহনবাগানের দায়িত্বে থাকবেন স্প্যানিশ কোচই।
ফেরান্দোর সঙ্গে নতুন চুক্তির পর দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “জুয়ানের সঙ্গে চুক্তি নবীকরণ করতে পারায় আমরা খুশি। ওঁর হাত ধরেই গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল আমরা। নতুন মরশুমে ওঁর কাছ থেকে আরও বেশি সাফল্য আর ট্রফি প্রত্যাশা করছি।” গঙ্গাপারের ক্লাবে আরও এক বছর থাকার সুযোগ পেয়ে আপ্লুত ফেরান্দোও (Juan Ferrando)।
[আরও পড়ুন: অশ্বিনের মতো বিস্ময়কর ভাবে বাদ দেওয়া হয়নি কাউকেই, ওভাল বিপর্যয়ের পর বলছেন সানি]
তিনি বলে দেন, “মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হিসেবে আবার আমায় কাজ করার সুযোগ দেওয়ায় আমি খুশি। এজন্য সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। আমি দলের তরফে প্রতিশ্রুতি দিচ্ছি, সামনের মরশুমেও সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাই দায়িত্ব যেমন বেশি, তেমনই আমাদের থেকে সমর্থকদের প্রত্যাশাও অনেকখানি। আমাদের দলের লক্ষ্যই হল আরও উন্নতি করা। এবারও চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামব। পাশাপাশি এএফসি কাপেও ভাল ফল করাই লক্ষ্য।”
এএফসি কাপের ম্যাচ দিয়ে মরশুম শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)। এখনও পর্যন্ত সূচি ঘোষণা না হলেও আগামী ১৫ জুলাই অনুশীলনে নেমে পড়বেন পেত্রাতোস, হ্যামিলরা। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও এএফসি কাপ এখনও অধরা সবুজ-মেরুন ব্রিগেডের। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে ভাল ফল পেতে আরও শক্তিশালী দল গড়তে মরিয়া টিম ম্যানেজমেন্ট।