সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ বছর বাদে ঘরোয়া লিগ জয়। তার একটা জমপেশ সেলিব্রেশন হবে না তেমনটা কি হয়? গত বুধবার লিগ জয় নিশ্চিত হওয়ার পর থেকেই তাই হাজারো রকমের সেলিব্রেশনে মেতেছেন মোহনবাগান সমর্থকরা। লিগ জয়ের খুশির সঙ্গে যোগ হয়েছে শহরে ইউটা কিনোয়াকির আগমন, সব মিলিয়ে সবুজ-মেরুন সমর্থকদের খুশির ইয়ত্তা নেই। কিন্তু এসবের মাঝে চুপি চুপি ফুটবলাররা লিগ জয়টাকে সেলিব্রেট করলেন নিজেদের মতো করে।
[সুখদেব সিং ইস্যুতে ফেডারেশনকে চিঠি দিল ইস্টবেঙ্গল]
খাতায় কলমে লিগ এখনও শেষ হয়নি। হিসেব মতো লিগের তৃতীয় শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে এখনও খেলতে হবে সবুজ মেরুন ফুটবলারদের। কিন্তু তাতে কী। সে ম্যাচ এখন নেহাতই নিয়মরক্ষার। তাই তাঁর আগে লিগ জয়ের আনন্দটা একটু উপভোগ করে নেওয়া যেতেই পারে। তেমনটাই করলেন মোহনবাগান ফুটবলাররা। ৮ বছর পর কলকাতা লিগ জয়ের খুশিতে শহরের একটি পানশালায় জাঁকজমক আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানে পার্টি মুডে ধরা দিলেন বাগান ফুটবলাররা। প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি উৎসাহ দেখা গেল ডিপান্ডা ডিকার। পার্টির শুরু থেকেই তিনি ছিলেন স্ব-মেজাজে। খাওয়া-দাওয়া, মদ্যপান তো ছিলই, ছিল ডিজে সহযোগে নাচা-গানাও। ডিকা ছাড়াও হেনরি, সদ্য বাগান শিবিরে যোগ দেওয়া ইউটা সকলেই ছিলেন সেলিব্রেশনের মুডে। হাতে ব্যান্ডেজ নিয়েই বাগান সেলিব্রেশনে হাজির ছিলেন মেহতাব হোসেনও।
[আইএসএল শুরুর আগেই কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন শচীন]
মঙ্গলবারই লিগের মিনি-ডার্বিতে মহামেডানের মুখোমুখি হবে মোহনবাগান। সেই ম্যাচের আগে সোমবার অনুশীলনেও ফুরফুরে মেজাজে ধরা দিলেন ডিকারা। ঠাট্টা-ইয়ার্কিতে মশগুল সবাই। কিন্তু কোচ শংকরলাল এবং দলের অন্যতম ভরসা ডিকা এখনও সতর্ক। শংকরলাল কোনওভাবেই লিগের শেষ ম্যাচ হেরে লিগজয়ের আনন্দে দাগ লাগতে দিতে চান না। ডিকাও তাই। তিনি এদিন জানিয়ে দিয়েছেন, “মহামেডান খুব ভাল দল, ওরা বরাবরই ভাল খেলে। কে জানে হয়তো লিগের শেষ ম্যাচেই নিজেদের সেরা পারফরম্যান্সটা দিল।” কোচ যতই সতর্ক থাকুন, প্লেয়াররা কিন্তু এখনও সেলিব্রেশনের মুডেই। তাই তাঁদের ফোকাস ঠিক করাটাই আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ শংকরলালের।
The post মিনি ডার্বির আগেও মোহনবাগানে সেলিব্রেশন, পার্টি-মুডে ডিকা-ইউটারা appeared first on Sangbad Pratidin.