shono
Advertisement

Breaking News

Mohun Bagan

লাগাতার বৃষ্টি, মাঠের অবস্থা খারাপ, ঘরোয়া লিগে পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ

কবে হবে সেই ম্যাচ?
Published By: Krishanu MazumderPosted: 12:27 PM Aug 02, 2024Updated: 01:06 PM Aug 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে (CFL 2024) মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ স্থগিত। বুধবার থেকেই বৃষ্টি চলছে বাংলাজুড়ে। শুক্রবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে সবুজ-মেরুনের লিগের ম্যাচ স্থাগিত হয়ে গেল। 
ক্রীড়াসূচি অনুযায়ী, ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান-কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মাঠের অবস্থা ভালো নয়। ফলে এদিন বল গড়াবে না। তবে এই ম্যাচ কবে হবে, সেই বিষয়ে আইএফএ-র তরফ থেকে কিছু জানানো হয়নি। পরবর্তী কালে জানানো হবে ম্যাচের দিনক্ষণ। 

Advertisement

[আরও পড়ুন: আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে, ‘বিশ্বজয় ভুলে সামনে তাকাতে হবে’, বলছেন রোহিত]


কলকাতা লিগে মোহনবাগানের শুরুটা ভালো হয়নি। এই মুহূর্তে গ্রুপ বি-তে মোহনবাগান পঞ্চম স্থানে। গ্রুপে শীর্ষস্থানে রয়েছে ভবানীপুর। লিগে আগের ম্যাচে টালিগঞ্জকে পাঁচ গোলে হারিয়েছে মোহনবাগান। সুহেল ভাট হ্যাটট্রিক করেন। এখনও পর্যন্ত লিগে ৬টি ম্যাচ খেলেছে সবুজ-মেরুন শিবির। ৬টি ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে মোহনবাগান। তিনটি ম্যাচ ড্র করেছেন সুহেল ভাটরা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে হার মেনেছে সবুজ-মেরুন। লিগে এখনও পর্যন্ত ওই একটি ম্যাচেই হার মেনেছে মোহনবাগান। ড্র করে পয়েন্ট নষ্ট করেছে তারা। সব মিলিয়ে লিগের দৌড়ে পিছিয়ে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। লিগের সঙ্গে চলছে ডুরান্ড কাপও। ডুরান্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছে সবুজ-মেরুন। ডুরান্ডের জন্য তৈরি হচ্ছে  মোহনবাগান। 

[আরও পড়ুন: ‘এভাবে হেনস্তা ঠিক নয়’, বিতর্কিত ‘পুরুষ’ বক্সারকে মহিলা বলেই দাবি অলিম্পিক কমিটির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ স্থগিত।
  • বুধবার থেকেই বৃষ্টি চলছে বাংলাজুড়ে।
  • শুক্রবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Advertisement