shono
Advertisement

Breaking News

আজ এএফসি কাপে বসুন্ধরার বিরুদ্ধে নামছে মোহনবাগান, টিমের ছন্দ ধরে রাখতে চান ফেরান্দো

এএফসি কাপে দুম্যাচ খেলে দুটোতেই জিতেছে সবুজ-মেরুন।
Posted: 12:06 PM Oct 24, 2023Updated: 12:09 PM Oct 24, 2023

স্টাফ রিপোর্টার: হঠাৎ করেই এএফসি কাপে মোহনবাগান (Mohun Bagan) বনাম বসুন্ধরা কিংস (Basundhara Kings) ম্যাচ নিয়ে অনিশ্চয়তার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিসা সংক্রান্ত সমস্যার জন্য বাংলাদেশের ক্লাবের আসা নিয়ে জটিলতা তৈরি হলেও সে’সব মিটে গিয়েছে। যার ফলে মঙ্গলবার ভুবনেশ্বরে মোহনবাগানের এএফসির ম্যাচ নিয়ে আর কোনও জট থাকছে না। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমে ওড়িশা এফসি খেলবে মাজিয়ার বিরুদ্ধে। রাতে মোহনবাগান নামবে বসুন্ধরার বিরুদ্ধে।
এএফসি কাপে শুরুটা এবার দুর্দান্ত করেছে মোহনবাগান। দুটো ম্যাচে দুটোতেই জয়। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চাইছে না সবুজ-মেরুন শিবির। বরং বসুন্ধরা ম্যাচের আগে টিম আরও বেশি সতর্ক। মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, ‘‘মোমেন্টাম ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এএফসিতে প্রত্যেেকটা ম্যাচই খুব কঠিন। কারণ এই টুর্নামেন্টে দেশের সেরা টিমগুলো খেলতে আসে। হয়তো একটু এগিয়ে আছি। কিন্তু তিন পয়েন্ট ছাড়া অন্য কিছু আর ভাবছি না। কারণ এই ম্যােচ থেকে তিন পয়েন্ট পাওয়া মানে নকআউটের দিকে আমরা আরও একটু এগিয়ে যেতে পারব।’’ 

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: ‘দেখে মনে হচ্ছে প্রতিদিন ৮ কেজি করে মাটন খায়’, বাবরদের কটাক্ষ আক্রমের]

গতবার এএফসি কাপেও বসুন্ধরার বিরুদ্ধে খেলেছিল মোহনবাগান। সেই ম্যাচে প্রতিপক্ষকে ৪-০ উড়িয়ে দিয়েছিল সবুজ-মেরুন। তবে গতবারের ম্যাচের কথা ভাবনাতেই আনতে চাইছেন না ফেরান্দো। বললেন, ‘‘এই মরশুমে বসুন্ধরা অনেক উন্নতি করেছে। ওদের দলে বেশ কয়েকজন এমন ফুটবলার রয়েছে, যারা মুহূর্তে ম্যাচের রং বদলে দিয়ে যেতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।’’
লম্বা একটা বিরতির পর আবার নামছে মোহনবাগান। তাই ফেরান্দো বারবারই ফুটবলারদের মোমেন্টাম ধরে রাখার কথা বলছেন। দলের তারকা বিদেশি সাদিকু বলে গেলেন, ‘‘হ্যাঁ , আমরা লম্বা বিরতির পর নামছি ঠিকই। কিন্তু প্রত্যেকটা দিন সবাই কঠোর পরিশ্রম করেছি। টিমও খুব ভাল অবস্থায় রয়েছে। আমরা জানি এই টুর্নামেন্টের
গুরুত্ব কতখানি। নিজেদের সেরাটা উজাড় করে দেব।’’

আজ এএফসি কাপেমোহনবাগান বনাম বসুন্ধরা কিংস
(রাত ৯.৩০, কলিঙ্গ স্টেডিয়াম)

[আরও পড়ুন: পাকিস্তানকে প্রথমবার হারিয়ে ইতিহাস আফগানিস্তানের, বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে বাবর আজমের দল]

 

 
 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement