সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু আগেই নতুন জার্সি প্রকাশ করেছে মোহনবাগান (Mohun Bagan)। তার ঘণ্টা দেড়েকের মধ্যেই নিজেদের মাঠে অনুশীলনে নেমে পড়লেন বিশাল কাইথ, হুগো বুমোসরা। তবে গত দু’দিন যেমন ক্লোজ ডোর অনুশীলন হয়েছে। এদিন তেমনটা নয়, জুয়ান ফেরান্দোর অনুমতিক্রমে এদিন সমর্থকদের অনুশীলন দেখার অনুমতি ছিল। সমর্থকরাও মঙ্গলবার ফুটবলাররা যে পথ দিয়ে মাঠে আসেন সেই পথ বিছিয়ে দিল ফুল। এখানেই থেমে থাকা নয়, কামিন্সরা (Jason Cummings) যখন মাঠে এলেন তাঁদের উপর পুষ্পবৃষ্টিও হল। আর এতেই যেন উজ্জীবিত সবুজ-মেরুন শিবির। এদিন সকালে কলকাতায় পা রেখেই বিকালে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন সবুজ-মেরুনের নতুন বিদেশি আর্মান্দো সাদিকু। এদিন সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
বুধবার কলকাতা লিগের ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ কালীঘাট এমএস। টানা তিন ম্যাচে জিতে এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন বাস্তব রায়ের ছেলেরা। আক্রমণভাগের ফুটবলার সুহেইল ভাট, হামতেরা দুরন্ত পারফরম্যান্স করেছেন গত তিন ম্যাচে। এবার লক্ষ্য চারে চার। তবে প্রতিপক্ষ কালীঘাট এমএসকে হালকাভাবে নিচ্ছে না সবুজ-মেরুন শিবির। অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া এই দলের কোচ বাস্তব রায় বলেন, “প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোন কারণ নেই। ওদের খেলা আমি দেখেছি। ওদের মাঝমাঠ ও রক্ষণে কয়েকজন ভাল ফুটবলার আছে। স্ট্রাইকারে যে খেলছে সে ওঠানামা করে খেলছে। ওরা আমাদের খুব সহজে ছেড়ে দেবে না। তবে আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখলে সমস্যা হবে না।”
সুহেল ভাটরা নিয়মিত গোলের মধ্যে থাকলেও কলকাতা লিগে তিন ম্যাচেই গোল খেতে হয়েছে বাস্তব রায়ের দলকে। সেই নিয়ে চিন্তিত আছেন তিনি। বলেন, “গত ম্যাচগুলোতে যে ভুল করা হয়েছে সেগুলো করা যাবে না বুধবার।”
[আরও পড়ুন:বদলাবে বিশ্বকাপে ভারত-পাক মহারণের দিন! বাড়ছে গুঞ্জন]
বুধবার ম্যাচের বিরতিতে জেসন কামিন্স, অনিরুধ থাপা, সাদিকুদের সমর্থকদের সামনে উপস্থিত করার পরিকল্পনা থাকলেও পরে তা বাতিল করে দেয় সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। জানা গিয়েছে সাহাল আব্দুল সামাদ কলকাতায় আসলে তারপর কলকাতা লিগের কোন একটি ম্যাচের সমর্থকদের সামনে চার ফুটবলারকে নিয়ে আসা হবে।