shono
Advertisement

Breaking News

Mohun Bagan Vs East Bengal

নবাবের শহরে ডার্বি! উত্তরপ্রদেশে হতে পারে মোহন-ইস্ট লড়াই

উত্তরপ্রদেশে ডার্বির ভেন্যু এখনও স্থির হয়নি।
Published By: Krishanu MazumderPosted: 12:58 PM Aug 16, 2024Updated: 02:28 PM Aug 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবাবের শহরে ডার্বি! ইস্ট-মোহনের (Mohun Bagan Vs East Bengal) ফুটবল-লড়াই উপভোগ করবে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ!
সব ঠিকঠাক থাকলে কলকাতার দুই প্রধানের ফুটবল লড়াই দেখা যাবে উত্তরপ্রদেশে। সূত্রের খবর এমনটাই। দেশের বিভিন্ন প্রান্তে ফুটবল সমাদৃত হলেও উত্তরপ্রদেশ ফুটবল জ্বরে আক্রান্ত হয়নি কখনও ফুটবলের জনপ্রিয়তাও কম সেই রাজ্যে। সেই কারণেই যোগী আদিত্যনাথের শহরে ফুটবল জনপ্রিয় করার জন্যই ইস্ট-মোহনকে নিয়ে যাওয়ার পদক্ষেপ করা হচ্ছে। ডার্বি ম্যাচের বল কোথায় গড়াবে, তা এখনও স্থির হয়নি। তবে সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং উত্তরপ্রদেশ ফুটবল সংস্থা মোহন-ইস্টের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করার কথা ভাবনাচিন্তা করছে। তবে ভেন্যু নিয়ে আলোচনা চলছে।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিজি এবার তো সত্যিটা মানুন’, স্বাধীনতা দিবসে রাহুলকে পিছনে বসানোয় ক্ষুব্ধ কংগ্রেস


শোনা যাচ্ছে, ফেডারেশনের আধিকারিকরা দিনকয়েকের মধ্যেই লখনউ আসবেন। প্রীতি ম্যাচের জন্য উপযুক্ত ফুটবল মাঠ বেছে নেবেন। সূত্রের খবর অনুযায়ী, গুরু গোবিন্দ সিং স্পোর্টস কলেজ, কেডি সিং বাবু স্টেডিয়াম এবং একানা আন্তর্জাতিক স্টেডিয়ামের মধ্যে কোনও একটিকে বেছে নেবেন ম্যাচের কেন্দ্র হিসেবে।
২০১৭ সালে যোগী আদিত্যনাথ দায়িত্ব গ্রহণ করেন। উত্তর প্রদেশে খেলাধুলো জনপ্রিয় করার জন্য একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেন আদিত্যনাথ। সূত্রের খবর অনুযায়ী, ৮ আগস্ট ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ডার্বি ম্যাচ আয়োজন নিয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে।
২০২৩ সালে উত্তর প্রদেশের প্রথম ক্লাব ইন্টার কাশী একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। কমপক্ষে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল একানা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে। কিন্তু কেবলমাত্র একটি ম্যাচ হয়। আই লিগের বাকি ম্যাচগুলো বাতিল হয়ে যায় একানা স্টেডিয়ামে। ম্যাচ আয়োজনের জন্য তৈরি হয় এই স্টেডিয়াম, এই অজুহাতে ম্যাচগুলো বাতিল করে দেওয়া হয় একানা স্টেডিয়াম থেকে।
তবে সব ঠিকঠাক থাকলে এবার ইস্ট-মোহনের ফুটবল লড়াই হবে উত্তর প্রদেশে। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শেষ পর্যন্ত ইস্ট-মোহন ম্যাচের বল কবে গড়ায়, সেটাই দেখার।

[আরও পড়ুন: এগিয়ে আসছে ডার্বি, আনোয়ার নিয়ে ধোঁয়াশা রাখলেন কুয়াদ্রাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নবাবের শহরে ডার্বি! ইস্ট-মোহনের ফুটবল-লড়াই উপভোগ করবে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ!
  • সব ঠিকঠাক থাকলে কলকাতার দুই প্রধানের ফুটবল লড়াই দেখা যাবে উত্তরপ্রদেশে।
  • দেশের বিভিন্ন প্রান্তে ফুটবল সমাদৃত হলেও উত্তরপ্রদেশ ফুটবল জ্বরে আক্রান্ত হয়নি কখনও ফুটবলের জনপ্রিয়তাও কম সেই রাজ্যে।
Advertisement