shono
Advertisement

Breaking News

সোমবারই আইএসএল অভিযান শুরু মোহনবাগানের, প্রথম থেকেই নামতে পারেন দিমিত্রি

রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের মতো স্ট্রাইকারদের বদলি হিসেবে মোহনবাগান দলে নিয়েছে দিমিত্রিকে।
Posted: 09:25 AM Oct 09, 2022Updated: 02:09 PM Oct 10, 2022

স্টাফ রিপোর্টার: মাস দেড়েক আগে ভারতে এসেছেন। কিন্তু এখনও কোনও ম্যাচ খেলেননি। সেই দিমিত্রি পেত্রাতোসই আইএসএলে মোহনবাগানের (Mohun Bagan) সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন। কোচ জুয়ান ফেরান্দোকে অনুশীলনে গুরুত্ব দেন এই অজি মিডফিল্ডারকে। অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতে দেখা গিয়েছে দিমিত্রিকেও। আইএসএলে (ISL) তাঁর পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। দিমিত্রি নিজেও উত্তেজিত সবুজ-মেরুন জার্সিতে অভিযান শুরু করা নিয়ে।

Advertisement

রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের মতো স্ট্রাইকারদের বদলি হিসেবে মোহনবাগান দলে নিয়েছে দিমিত্রিকে। আইএসএলে সফল দুই তারকার বদলি হিসেবে সফল হওয়ার বাড়তি চাপ রয়েছে তাঁর উপর। যদিও তা নিয়ে ভাবনা নেই দিমিত্রির। তাঁর কথায়, “সত্যি বলতে আমি চাপ উপভোগ করি। নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি। আমার কাজ গোল করা। দলের জয়ে অবদান রাখা। সেটা করতে চাই।”

[আরও পড়ুন: গুলিতে মরল বিহারের মানুষখেকো বাঘ, লোম ছিঁড়ে উল্লাসে মাতল গ্রামবাসীরা!]

প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি নয়, দিমিত্রির মাথায় শুধুই মোহনবাগান। বললেন, “অন্য দল নিয়ে আমি ভাবছি না। আমার ফোকাসে শুধুই নিজেদের পারফরম্যান্স। একই সঙ্গে গোটা লিগ নিয়ে এখনই ভাবতে চাই না। একটা করে ম্যাচ ধরে এগোতে চাই।” প্রথম ম্যাচে ভরা গ্যালারির সামনে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন দিমিত্রি। এদিন তিনি বলেন, “সমর্থকরা আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। আমি আশাবাদী, সমর্থকরা মাঠে এসে আমাদের সমর্থন করবে। ম্যাচ জিতে ওদের খুশি করতে চাই।”

চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম একাদশে থাকার দৌড়েও প্রবলভাবে আছেন দিমিত্রি। শনিবার যুবভারতী স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সারে ফেরান্দোর দল। সূত্রের খবর, অনুশীলনে জনি কাউকোর সঙ্গী হিসেবে খেলতে দেখা গিয়েছে দিমিত্রিকে। যা থেকে মনে করা হচ্ছে, চেন্নাইয়িনের বিরুদ্ধে সোমবাসরীয় ম্যাচে হুগো বুমোসকে বসিয়ে দিমিত্রিকেই শুরু থেকে খেলানো হবে। তবে ডিফেন্সে ব্রেন্ডন হামিল এবং মাঝমাঠে জনি কাউকো ও কার্ল ম্যাকহিউগের খেলার বিষয়টি একপ্রকার নিশ্চিত।

[আরও পড়ুন: দীপাবলির পর থেকে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর উদ্যোগ বিজেপির, শুরু সিঙ্গুর থেকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement