shono
Advertisement

কলকাতা লিগের শুরুতেই জয়, প্রথম ম্যাচেই পাঠচক্রকে হারাল মোহনবাগান

দ্বিতীয় সারির দল নামিয়েও বাজিমাত পালতোলা নৌকার।
Posted: 05:40 PM Jul 05, 2023Updated: 06:00 PM Jul 05, 2023

মোহনবাগান: ৩ (সুমিত রাঠি, এনসন সিং, টাইসন সিং)

Advertisement

পাঠচক্র: ১ (সুমন সরকার)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগের (Kolkata League) শুরুতেই দাপট মোহনবাগানের। কার্যত দ্বিতীয় সারির দল নামিয়েও দুরন্ত জয় পেল সবুজ-মেরুন (Mohun Bagan) শিবির। ৩-১ গোলে পাঠচক্রকে হারিয়ে টুর্নামেন্টের সূচনা করল মোহনবাগান। একবারের জন্যও ম্যাচের রাশ নিজেদের হাত থেকে বেরিয়ে যেতে দেননি সুমিত রাঠিরা।  

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে প্রথমবার কলকাতা লিগে খেলতে নেমেছিল মোহনবাগান। সিনিয়র টিমের ভারতীয় ফুটবলার তৈরির সাপ্লাই লাইন তৈরি করার রসায়নাগার হিসেবে কলকাতা লিগকে ব্যবহার করছে সবুজ মেরুন শিবির। এবারের কলকাতা লিগ বিদেশিহীন। তাই স্থানীয় প্রতিভাদের ব্যবহার করেই লিগে খেলতে চলেছে তারা।

[আরও পড়ুন: এবার দেখা যাবে সেরা ‘ফাইটার’ কে! হৃতিককে চ্যালেঞ্জ ছুঁড়লেন ‘তেজস’ কঙ্গনা]

বুধবারের ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে অবশ্য একেবারেই জুনিয়র মনে হয়নি মোহনবাগানকে। নৈহাটি স্টেডিয়ামে খেলতে নেমে প্রথম থেকেই প্রাধান্য ছিল সবুজ মেরুন শিবিরের। দশ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সুমিত রাঠি। মাত্র ৯ মিনিটের মাথায় ফের গোল। এনসন সিং গোল দেওয়ার পরেই আর ম্যাচে ফিরতে পারেনি পাঠচক্র।

দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেছিল মোহনবাগান। নিজেদের লিড ধরে রাখতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাদের। একেবারে শেষ মুহূর্তে এসে গোলের ব্যবধান আরও বাড়ান টাইসন। তবে ডিফেন্সের সামান্য ভুলে ফিরতি বল ধরে গোল করে ফেলেন সুমন সরকার। ক্লিন শিট রেখে জেতা হল না পালতোলা নৌকার। 

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নওশাদের! থানায় তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement