shono
Advertisement

Breaking News

১৫ সেপ্টেম্বর হবে মোহনবাগান-টালিগঞ্জ রিপ্লে ম্যাচ

প্রাথমিক সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর তিন প্রধানের খেলা শেষ হওয়ার কথা ছিল৷ The post ১৫ সেপ্টেম্বর হবে মোহনবাগান-টালিগঞ্জ রিপ্লে ম্যাচ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Sep 11, 2016Updated: 10:19 AM Sep 11, 2016

স্টাফ রিপোর্টার: এবার আর ভাবনা চালাচালি নয়, তিন বড় দলের বাকি ম্যাচগুলির সূচি শনিবার সরকারিভাবে প্রকাশ করল আইএফএ৷

Advertisement

দেখা গেল, সূচিতে সিকোয়েন্সের বিশেষ বদল হয়নি৷ অফসাইডের কারণে রেফারি তিনটি গোল বাতিল করে দেওয়ার প্রতিবাদে টালিগঞ্জ ম্যাচে মাঠে ঢুকে পড়ে মোহনবাগান দর্শক৷ নিরাপত্তার কারণে সেদিন ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল৷ প্রথম থেকেই আইএফএ জানিয়েছিল এই ম্যাচ দেওয়া হবে ১৪ সেপ্টেম্বরের পরে৷ ১১ ও ১৪ সেপ্টেম্বর কল্যাণীতে দুই বড় ক্লাবের বিরু‌দ্ধে মহামেডান ম্যাচের অনুমতি দেয়নি পুলিশ৷ এছাড়া এরিয়ানের বিরুদ্ধে বাকি ছিল ইস্টবেঙ্গলের খেলা৷ এদিন এই চারটি ম্যাচের সূচি প্রকাশ করল আইএফএ৷

প্রাথমিক সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর তিন প্রধানের খেলা শেষ হওয়ার কথা ছিল৷ সেই হিসেবে সেদিন কল্যাণীতে মোহনবাগান-মহামেডান ও বারাসতে ছিল ইস্টবেঙ্গল-এরিয়ান ম্যাচ৷ শুক্রবার জানানো হয়েছিল ম্যাচ দু’টি হবে যথাক্রমে ১৫ ও ১৪ তারিখ৷ কিন্তু নতুন সূচিতে দিন বদলে গেল৷ লিগের শেষদিনই রাখা হয়েছে এই দু’টি খেলা৷ তবে লিগ শেষ হচ্ছে ১৮ সেপ্টেম্বর৷ অর্থাৎ এই দুটি ম্যাচ হবে ১৮ তারিখ৷ তার আগে ১৫ সেপ্টেম্বর হবে দু’টি খেলা৷ কল্যাণীতে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মহামেডান৷ আর বিকেল সাড়ে পাঁচটায় নিজেদের মাঠে টালিগঞ্জের বিরুদ্ধে রিপ্লে ম্যাচে নামবে মোহনবাগান৷ টালিগঞ্জ জানিয়েছে, আইএফএ-র চিঠি তারা পায়নি৷ তবে মোহনবাগান মাঠে নয়, নিরপেক্ষ ভেনুতে খেলতে চায় তারা৷

The post ১৫ সেপ্টেম্বর হবে মোহনবাগান-টালিগঞ্জ রিপ্লে ম্যাচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement