shono
Advertisement

রিপ্লের দাবিতে অনড় বাগান, জমা পড়ল ম্যাচের রিপোর্ট

সিকোয়েন্স মেনে কি রিপ্লে ম্যাচ দেওয়া সম্ভব? The post রিপ্লের দাবিতে অনড় বাগান, জমা পড়ল ম্যাচের রিপোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 AM Aug 31, 2016Updated: 09:59 PM Aug 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি কলকাতা লিগে মোহনবাগানের ভবিষ্যৎ কী? মঙ্গলবার কেটে গেলও সে ছবি এখনও স্পষ্ট হল না৷

Advertisement

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচের রিপ্লের দাবিতে এখনও পর্যন্ত অনড় মোহনবাগান কর্তারা৷ ক্লাব সভাপতি স্বপন সাধন বোস ও সচিব অঞ্জন মিত্র সোমবারই সাফ জানিয়ে দিয়েছিলেন, ম্যাচের রিপ্লে না হলে চলতি ঘরোয়া লিগে আর কোনও ম্যাচ খেলবেন না তাঁরা৷ বিষয়টি ক্লাবের তরফে আইএফএ-কে লিখিতভাবে জানানো হয়েছে৷ উল্টোদিকে টালিগঞ্জ রিপ্লে খেলতে নারাজ৷ এদিকে, মঙ্গলবার আইএফএ-তে মোহনবাগান বনাম টালিগঞ্জের পরিত্যক্ত ম্যাচের রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচ কমিশনার উদয়ন হালদার৷ বুধবার বিকেলে লিগ সাব কমিটির সঙ্গে বৈঠকে বসতে পারেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়৷ বৈঠকের পর কলকাতা লিগ নিয়ে জট অনেকটাই কেটে যাবে বলে ধারণা ফুটবলমহল৷

উল্লেখ্য, সোমবার ঘরের মাঠে মোহনবাগান বনাম টালিগঞ্জের ম্যাচকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আজহারের গোল অফসাইড বলে বাতিল করে দেন সহকারী রেফারি উজ্জ্বল হালদার৷ ম্যাচের ফল তখন ১-১৷ তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় মোহনবাগান মাঠ৷ রেফারির সিদ্ধান্ত প্রতিবাদে মাঠে নেমে আসেন হাজার হাজার সমর্থক৷ সেই কারণে আর খেলা শুরু করা সম্ভব হয়নি৷

ইতিমধ্যেই বেশ কয়েকটা প্রশ্ন ময়দানে ঘুরপাক খাচ্ছে৷ সিকোয়েন্স মেনে কি রিপ্লে ম্যাচ দেওয়া সম্ভব? সেক্ষেত্রে পুরো ক্রীড়াসূচিতেই হয়তো বদল আনতে হবে৷ আবার ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছেন, ৭ সেপ্টেম্বরের পর বড় ম্যাচ খেলা তাঁদের পক্ষে মুশকিল৷ কারণ তারপরই আইএসএল-এর জন্য অনেক ফুটবলারকে ছেড়ে দিতে হবে৷ মোহনবাগানের ভবিষ্যত জানতে তাই আইএফএ-র সিদ্ধান্তের অপেক্ষাতে রয়েছেন ক্লাব সমর্থকরা৷

The post রিপ্লের দাবিতে অনড় বাগান, জমা পড়ল ম্যাচের রিপোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement